
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা, রাজবাড়ীর আয়োজনে মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকাননে সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ পাঁচজন অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন এস. এম মাসুদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের উপ-পরিচালক মো. আজমীর হোসেন। পাঁচটি ক্যাটাগরিতে জেলার পাঁচজন নারীকে শ্রেষ্ঠ নারীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত নারীরা হলেন খাদিজাতুল কোবরা, জেসমিন আক্তার, নিলিমা রানী বিশ্বাস, তাহমিনা খাতুন ও পলি বেগম।