
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ১০ম গ্রেড সহ তিন দফা বাস্তবায়নের দাবীতে কর্মবিরতী পালন করেছে রাজবাড়ীর সরকারি প্রাথমি বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার সকাল থেকে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে রাজবাড়ী সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ কর্মবিরতী পালন করে।
এ সময় শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ বছর পূর্তীতে উচ্চতর গ্রেড প্রদান ও শতভাগ বিভাগীয় পদন্নোতী সহ তিনটি দাবী বাস্তবায়ন করতে হবে। সরকার এ যৌক্তিক দাবী প্রদানে বিলম্ব করলে লাগাতার কর্মবিরতী পালন করেন বলে জানান শিক্ষকরা। সরকার দাবী মানার ঘোষণা দিলে কর্মবিরতী পালন বন্ধ করবেন জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদের রাজবাড়ী জেলা ইউনিটের নেতা মো. নাজমুল ইমাম, নজরুল ইসলাম, নাসরিন আক্তার, ফারজানা আক্তার, আব্দুল গাফফার, নজরুল ইসলাম, রিনা পারভীন, রুবেল মন্ডল প্রমূখ।