
মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী মাটির ড্রামট্রাকটিকে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। আহত মোটরসাইকেল চালকের নাম আলমাস শেখ (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়ত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল (রাজবাড়ী হ-১১-৩৯৩৪) নিয়ে চালক আলমাস শেখ দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি বালুর ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-৭০১১) আগাত করলে মোটরসাইকেল চালক মহাসড়কে ছিটকে পরে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী মাটি বহনের ওই ড্রাম ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
দুর্ঘটনার সংবাদের বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ পাঠানো। পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় ড্রাম ট্রাক আটক করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।