
হেলাল মাহমুদ ও ইমরান মনিম, রাজবাড়ীঃ ফারাক্কা নামক বাঁধ আমাদের নদীগুলোকে হত্যা করেছে, সব নদী শেষ হয়ে গেছে। জীব বৈচিত্র্য, কৃষি সব হুমকির মুখে পড়েছে। নতজানু পররাষ্ট্র নীতির কারনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের অর্থনৈতিকভাবে মহা সঙ্কটে ফেলে দিয়েছে। বাঁচতে হলে পদ্মা ব্যারেজ নির্মাণের বিকল্প নেই। পদ্মা ব্যারেজ বাস্তবায়নে শীঘ্রই লংমার্চ, সমাবেশ হবে। পদ্মা সেতু বাস্তবায়নেও আন্দোলন গড়ে তোলা হবে। রাজবাড়ী কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজিত “ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট’ এবং ‘পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা” নিয়ে শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে বক্তারা বলেন, ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখ লংমার্চ অনুষ্ঠিত হয়। ফারাক্কা ভারত সীমান্তের মধ্যে হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানা পর্যন্ত গিয়ে শেষ হয়। যার নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। এর আগে ফারাক্কা নিয়ে সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু ভারত সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তি মোতাবেক প্রতারণা করেছিল।
মাওলানা ভাসানীর মৃত্যুর পর ফারাক্কা নিয়ে আর কেউ ভাবেনি। তবে নতুন করে এখন আমাদের ভাবতে হবে। আমাদের রাজবাড়ীর পাংশায় করতে পদ্মা ব্যারেজ। এখন পদ্মা ব্যারেজ আদায় করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার বেলা ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে “ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট’ এবং পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা’ নিয়ে বিষদ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির উপদেষ্টা মনির হায়দার।

মনির হায়দার বলেন, রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি প্রধান উপদেষ্টা অবগত আছেন। তিনি বিষয়টি অতি গুরুত্ব দিয়ে দেখছেন। সরকারি নিয়ম অনুযায়ী কাজ আগাবে। তার আগে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আদায় করে নিতে হবে। আমি নিজেও ভুক্তভোগী। আমাদের অঞ্চলের কৃষি জমি মরভূমিতে পরিণত হয়েছে। এখানে পদ্মা ব্যারেজ নির্মিত হলে মাত্র ৫-৬ বছরেই ব্যায়ের টাকা উঠে আসবে।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
এছাড়া বক্তব্য রাখেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী মো. মাহফুজুর রহমান।
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কবি ও লেখক খোকন মাহমুদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন জালাল, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু মো. হাফীজুল হক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর সাড়ে ১২টায়। দ্বিতীয় পর্বে ‘দ্বিতীয় পদ্মা সেতু ও আগামীর সম্ভাবনা’ নিয়ে মূল বিষয় উপস্থাপনা করেন পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম।
জাহাঙ্গীর হোসেন জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী শাখওয়াত হোসেন শামীম, জাতীয় কমিটির উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) এস এম মতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় কমিটির সদস্য খন্দকার আব্দুস সাত্তার, জাতীয় কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ মোহসীন, সাংবাদিক মেহেদী হাসান পলাশ, জাতীয় কমিটির সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ, সাদাত খান প্রমূখ।
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির উপদেষ্টা এস এম মতিউর রহমান বলেন, যশোর জিওসি থাকা অবস্থায় রাজবাড়ীর কালুখালীতে সেনানিবাসের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে সেনাক্যাম্পের প্রয়োজনীয়তা লাগে। কিন্তু রাজবাড়ীতে জায়গা প্রস্তুত। এখন এসব বাস্তবায়নে কাজ অতি সহজ হবে।