Rajbarimail.com
ঢাকা, বুধবার , ৭ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে মির্জা ফখরুলের নামের কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে শিষ্টাচার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। রোববার দিবাগত মধ্যরাতে জেলা বিএনপির আজ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে আগামী ২৪ ঘন্টার মধ্যে অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য তাঁকে নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় তাঁর বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

নোটিশে বলা হয়, রোববার (১৬ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত থেকে রাজবাড়ী-১ আসনের নোমিনেশন পরিবর্তনের দাবিতে পৌর বিএনপির কিছু কর্মীবৃন্দের একতায় মিছিল শুরু করেন। মিছিলে আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয় ভাবে দলীয় শিষ্ঠাচার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। এই স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সর্বত্র ভাইরাল হয়েছে এবং ভিডিওটি জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। রাজবাড়ী পৌর বিএনপির একজন অত্যন্ত দ্বায়িত্বশীল নেতা হিসাবে এ ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি এবং চরমভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে উল্লেখিত অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা গেল। অন্যথায় আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দলের মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে রোববার রাত ১২টার দিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। একই সঙ্গে নোটিশের অনুলিপি কপি পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককেও অবগত করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব পাওয়া না গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে। কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসলাম মিয়াকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থিত নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে আসলাম মিয়ার অনুসারী কয়েক হাজার নেতাকর্মী রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। অনেকে কাফনের কাপড় পড়ে এবং টায়ার জ্বালিয়েও মহাসড়কে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এ সময় ফরিদপুরগামী মহাসড়কের দিকে অবস্থান নেওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভাইরাল হলে সমালাচোনার সৃষ্টি হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে হামলা

রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী গেলেন মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে, কুশল বিনিময় ও দোয়া চাইলেন

জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত; রাজবাড়ী-১ আসনে খোন্দকার হাবিবুর রহমান ও রাজবাড়ী-২ এ শফিউল আজম খান

রাজবাড়ীতে হাদি হত্যার বিচার চেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন 

রাজবাড়ীতে ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

১৪ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি ও লঞ্চ চালু, চার ঘন্টা পর আটকে পড়া লঞ্চের যাত্রী উদ্ধার