Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. শিক্ষা
  7. আলোচিত খবর

রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল; হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলায় এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে হতাশার ছায়া।

শতভাগ ফেল করা কলেজগুলো হলো, রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ, আব্দুল হালিম মিঞা কলেজ এবং কালুখালী উপজেলার নূর নেছা কলেজ। বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে।

বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের মানবিক বিভাগ থেকে ৭ জন এবং হালিম মিঞা কলেজের মানবিক বিভাগ থেকে ৫ জন অংশগ্রহণকারীও কেউ পাস করতে পারেনি। অন্যদিকে, কালুখালীর নূর নেছা কলেজের মানবিক বিভাগে ১১ জন, বিজ্ঞান বিভাগে ১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ জনসহ মোট ১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিলেও কেউ পাস করেনি।

বৃহস্পতিবার দুপুরে বরাট ভাগলা স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, কলেজ শাখায় কোনো শিক্ষার্থী নেই। অফিসকক্ষ খোলা থাকলেও শ্রেণিকক্ষগুলো ফাঁকা।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল ইসলাম ইকরাম বলেন, “আমাদের কলেজ শাখা চালু হয় ২০১৫ সালে। ২০১৬ সালে পাঠদানের অনুমতি পাই, আর ২০১৭ সালে প্রথমবার ৬৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৮ জন পাস করে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে। কয়েক বছর ভালো ফলাফল ছিল। কিন্তু কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় করোনা-পরবর্তী সময়ে শিক্ষকরা অন্যত্র চাকরি নেন। ফলে শিক্ষার্থী ভর্তি কমে যায়, আর ফলাফলও খারাপ হতে থাকে। এবছর যারা পরীক্ষা দিয়েছে, তারা সবাই অনিয়মিত শিক্ষার্থী ছিল। তবে এখন নতুনভাবে কলেজটি চালু করা হয়েছে; মানবিক শাখায় নতুন ৩১ জন ভর্তি হয়েছে। আশা করছি, আগামী বছর থেকে ভালো ফল আসবে।”

এরপর গোয়ালন্দ উপজেলার আব্দুল হালিম মিঞা কলেজে গিয়ে দেখা যায়, কলেজটি তালাবদ্ধ। একতলা ভবনের পাশে দুটি টিনের ঘর সাইনবোর্ডে লেখা, “প্রতিষ্ঠা ২০১৪”। এবছর ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে।

একই উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজে গিয়েও তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এখানেও কেউ উপস্থিত ছিলেন না।

কালুখালীর নূর নেছা কলেজের শতভাগ ফেল করার কারণ জানতে কলেজটির অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য মুঠোফোনে বলেন, এই চার শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারন নির্ণয়ের চেষ্টা করে এর থেকে উত্তোরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষক ও অভিভাবকদের মতে, এমপিওভুক্ত না হওয়া, শিক্ষক সংকট, অনিয়মিত ক্লাস, শিক্ষার্থী অনুপস্থিতি এবং একাডেমিক তদারকির অভাবই এমন ফলাফলের মূল কারণ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ