oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বসে দুই নেতা রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসন থেকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদ এ মতবিনিময় সভার আয়োজন করেন।
রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভা রোববার বিকেল সোয়া পাঁচটায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ হয়। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। তিনিও নিজেকে রাজবাড়ী-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিদুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মতবিনিময় সভার শুরুত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ। তিনি জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবুকে দেখিয়ে বলেন, মঞ্চে বসা রাজবাড়ী-২ আসন থেকে তিনিও মনোয়ন প্রত্যাশী, একজন যোগ্য প্রার্থী। আজকের মতবিনিময় সভার ব্যানারে শুধুমাত্র আমার একার কথা বলা ঠিক হয়নি। তাঁর কথাও থাকলে আরো ভালো হতো। আমরা আজ একই মঞ্চে দুইজন প্রার্থী রয়েছি। জানা মতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাছিরুল হক সাবুসহ আরো কয়েকজন প্রার্থী রয়েছেন।
তবে বিএনপির একজন প্রার্থী হিসেবে যে সকল যোগ্যতা অর্জন করা দরকার তা করেছি। জনগনের পাশে সর্বদা থাকার চেষ্টা করেছি। আমার সংসদীয় আসনের তিন উপজেলার সাংবাদিকদের সঙ্গে সভা সম্পন্ন করেছি। জেলার হেড কোয়ার্টার হিসেবে আজ রাজবাড়ীতে আপনাদের নিয়ে বসেছি।
মনোয়ন প্রত্যাশী প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর হয়ে কাজ করবো। এক্ষেত্রে মঞ্চে বসা লিয়াকত আলী বাবুকেও দেন বা অন্য কাউকে দেন আমাদের সকলের কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজবাড়ী বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা রাখবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বড় জনপ্রিয় দল। এই দলে একাধিক প্রার্থী থাকবে, মতানৈক্য থাকবে এটাই স্বাভাবিক। তবে দলের স্বার্থে আমাদের সবাইকে এখনই এক মঞ্চের হয়ে কাজ করতে হবে। যদিও অনেকের মধ্যে প্রার্থীতা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আশা করছি শীঘ্রই সে ধোঁয়াশা কেটে যাবে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু নিজেকে রাজবাড়ী-২ আসনের আগ্রহী প্রার্থী ঘোষণা দিয়ে বলেন, মানুষ রাজনীতি করে আশা নিয়ে। আমিও আশা নিয়ে মনোনয়ন প্রত্যাশী। দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করে যাচ্ছি। তবে দল যাকে মনোনয়ন দিক আমরা তার হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।