
শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ক্রয়কৃত দলিলি জমিতে দোকানঘর তৈরি করতে গিয়ে বাঁধার শিকার এবং ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন জামায়াতে ইসলামী নেতা আবু সাইদ সোহাগ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
গত শনিবার বেলা ১২ টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে আবু সাইদ ও তার পরিবারের পক্ষ হতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে তার বড় দুই ফুফাতো ভাই মোঃ আব্দুল আলিম ও ওসমান শেখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সাইদ সোহাগ বলেন, গোয়ালন্দের উজানচর নতুন ব্রিজ এলাকায় পূর্ব উজানচর ভোলাই মাতুব্বর পাড়ায় বিএস ৪৬৫ নং দাগের স্বত্ত্ব দখলীয় মালিক মোঃ রমজান শেখের কাছ থেকে তার পিতা ২০২৩ সালে দলিলের মাধ্যমে দোকান ঘরের দেড় শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে দেড় শতাংশ জমির নামজারিও সম্পন্ন করা হয়েছে। বিগত ২ বছর ধরে আমি সেখানে অবস্হান করে ব্যবস্থা পরিচালনা করে আসছি।
গত ৮ অক্টোবর আমি শ্রমিক নিয়ে আমার দোকান ঘরটি ভেঙে বড় করতে গেলে জমির ওয়ারিশ দাবিদার স্হানীয় আব্দুল কুদ্দুস আমাকে বাঁধ প্রদান করে এবং থানায় গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়। পুলিশ এসে আমার কাজ ওইদিনের জন্য বন্ধ করে দেয়। পুলিশকে আমার বৈধ সকল কাগজপত্র দেখালে আমাকে থানা থেকে পুনরায় কাজ করতে অনুমতি দেয়। সে অনুযায়ী ১০ অক্টোবর শুক্রবার সকাল ১০ টার দিকে আমি সেখানে পুনারায় কাজ করা শুরু করি। কিন্তু ১১ টার দিকে পুলিশ এসে আমাকে, আমার পিতাকে এবং কাজে নিয়োজিত মিস্ত্রীদের জোর করে পুলিশ ভ্যান তুলে নেয়ার চেষ্টা করে। পরে আমাদের সকল বৈধ কাগজপত্র দেখালে তিনি কাজ বন্ধ রেখে উভয় পক্ষের মধ্যে আপস রফা করার জন্য বলেন।
এদিকে পুলিশ কর্মকর্তার সাথে কথা বলার এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে কেউ একজন ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সেখানে বলা হয় জামায়াতে ইসলামী নেতা আবু সাইদ জোর করে অন্যের জমি দখল করতে গেলে পুলিশ বাঁধা দিচ্ছে। পরবর্তীতে কয়েকটি আইডি হতে ওই ভিডিও শেয়ার করা হয়।
এতে করে আমার পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন হয়। ভিডিও প্রকাশের পর বিভিন্ন মহল থেকে আমাকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। ফলে আমি ও আমার পরিবারবর্গ নিরাপত্তা হীনতায় ভুগছি। এ সকল বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে আমি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে জমির ওয়ারিশ দাবিদার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের কাছে দাবি করে বলেন, দেড় শতাংশ জমির বিক্রেতা রমজান শেখ তার আপন বড় চাচা। তিনি গোপনে জমিটি বিক্রি করেন বিএস ৪৬৫ নং ওই দাগে মোট ২৩ শতাংশ জমি রয়েছে যার মধ্যে আমার সারে ৬ শতাংশ ওয়ারিশ রয়েছে। জমির ওয়ারিশ মালিকানা ও দখল নিয়ে আদালতে কয়েকটি মামলাও চলমান রয়েছে।
সর্বশেষ চলতি বছর ১২ ফেব্রুয়ারী তারিখ আমি বাদী হয়ে রাজবাড়ীর আদালতে একটি বাটোয়ারা মামলা করি। আলহাজ উদ্দিন শেখ জমি কিনেছেন ঠিক আছে। তবে তিনি সেই জমি কোথা হতে পাবেন এটা বাটোয়ারা মামলা নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই মোঃ বিল্লাল হোসেন জানান, আবু সাইদ সোহাগের পিতার জমি ক্রয়ের দলিল ও নামজারি পত্র দেখেছি। ওই জমি নিয়ে আদালতে বাটোয়ারা মামলা চলমান রয়েছে। এমতাবস্থায় সেখানে কাজ করতে গেলে মারামারি হওয়ার আশংকা রয়েছে। তাই ওসি স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রেখে সমস্যা সমাধান করার কথা বলে আসি।