
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মৌসুমের প্রথম ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘন্টা বন্ধের পর ফেরিসহ নৌযান চালু হয়েছে। পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে থাকছে যাত্রীসহ বিভিন্ন যানবাহন। মাঝ নদীতে আটকে আছে যানবাহন বোঝাই দুটি ফেরি। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীসহ গাড়ি চালকদের বাড়তি দুর্ভোগে পড়তে হয়েছে। শনিবার দিবাগত রাত চারটা থেকে আজ রোববার সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই রুটে ফেরি বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, শনিবার দিবাগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে সাড়ে তিনটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং পাটুরিয়া থেকে আসা রো রো ফেরি এনায়েতপুরী মাঝ নদীতে এসে দিক হারিয়ে ফেলে। দুর্ঘটনার ঝুঁকি দেখা দেওয়ায় ফেরি দুটি মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। এক পর্যায়ে ভোররাত চারটার দিকে অতিমাত্রায় কুয়াশার কারনে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করা হয়। প্রায় সাড়ে তিন ঘন্টা পর রোববার সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া থেকে এবং পৌনে ৮টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি চালু হয়। যানবাহন পারাপার বন্ধ হয়ে গেলে দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে নদী পাড়ি দিতে আসা বিভিন্ন যানবাহন। এই নৌপথে ছোট-বড় ১৪টি ফেরি চললেও রাতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ছোট ফেরি বন্ধ রেখে শুধুমাত্র বড় ৯টি ফেরি চালু রাখা হয়।
রোববার সকালে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরি ঘাট থেকে রাজবাড়ীর সৌহার্দ্য পরিবহনের ঘাট তত্বাবধায়ক মনির হোসেন জানান, সাতক্ষীরা ও খুলনা অঞ্চল থেকে আসা দুটি যাত্রীবাহি পরিবহন সহ কয়েকটি যানবাহন রাত চারটার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌছে। তার আগ মুহুর্তে নদী অববাহিকায় অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকায় ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে সৌহার্দ্য পরিবহন প্রায় অর্ধশত যাত্রীবাহি পরিবহন এবং মোটরসাইকেল আটকা পড়ে। শতাধিক যাত্রী নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় ঘাটে আটকা থাকে। প্রায় প্রায় চার ঘন্টার মতো কুয়াশার মধ্যে আটকে থাকায় বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে এসব যাত্রীদের।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, মৌসুমের প্রথম কুয়াশায় শনিবার দিবাগত রাত চারটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ হয়ে যায়। মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ায় উভয় ঘাট থেকে আর কোন ফেরি ছাড়েনি। এ সময় পাটুরিয়া ঘাট এলাকায় চারটি এবং দৌলতদিয়া ঘাট এলাকায় বাকি তিনটি ফেরি নোঙর করে আছে। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশা কমতে থাকলে পাটুরিয়া ঘাট থেকে এবং পৌনে ৮টা থেকে দৌলতদিয়া থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে যানবাহনের তেমন চাপ না থাকায় দুর্ভোগ কম ছিল।