Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. লাইফস্টাইল
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

আহত জুলাই যোদ্ধা রিকশাচালক শওকতের আকুতি, ‘স্ত্রীর জন্য একটি পা চাই’

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পরিবারের অভাব ঘোঁচাতে ঢাকায় রিকশা চালাতেন শওকত মণ্ডল (৪৮)। জুলাই অভ্যুত্থানে শাহবাগ এলাকায় আহত শিক্ষার্থীদের হাসপাতালে আনা নেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। গত ঈদুল ফিতরের আগে অসুস্থ্য স্ত্রী আকলিমার ডান পায়ে লোহা বেধায় ঘা হয়ে পচন ধরলে হাটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। একমাত্র কন্যা সন্তানও মানসিকভাবে বিকারগ্রস্ত। শওকত ম-লের আকুতি ‘স্ত্রীর জন্য একটি পা চাই।’

শওকত মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচারাঁধা ভরাত গ্রামের বাসিন্দা। গ্রামের বাড়িতে জায়গা জমি না থাকায় রাজবাড়ী পৌরসভার লোকেশড ছোট নূরপুর এলাকায় শ্বশুর বাড়িতে বিধবা শ্বাশুড়িকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের আম্র কাননে দেখা হয় শওকত ম-লের সঙ্গে। অনেকটা আবেগ আপ্লুত হয়ে জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে নিজের কষ্টের কথা বলছিলেন।

শওকত মণ্ডল বলেন, প্রায় ১৫ বছর ঢাকার খিলগায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন, রিক্সা চালাতেন। খরচ সামলাতে না পেরে ২০১৫ সালে স্ত্রী-সন্তান গ্রামে পাঠান। গত বছর জুলাই আন্দোলনে শাহবাগ এলাকায় রিকশা চালানোকালে আহত শিক্ষার্থীদের হাসপাতালে আনা নেয়ার সময় তার শরীরে ৮টি গুলি লাগে। স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় থেকে জুলাইযোদ্ধার কার্ড করে দেওয়া হয়। সরকারিভাবে প্রথমে এক লাখ টাকার চেক, পরবর্তীতে ২০ হাজার ও ১০ হাজার টাকা পান।

হাত-পায়ে গুলি চিহৃ দেখিয়ে বলেন, এখন ঠিকমতো রিক্সা চালাতে পারেননা। সুযোগ পেলে পুরাতন লোহা-টিনের ব্যবসা করেন। গত রমজান মাসের প্রথম সপ্তাহে স্ত্রী আকলিমার ডান পায়ে লোহা বিধে ঘা দেখা দেয়। নিয়ে যান রাজবাড়ী সদর হাসপাতালে। দুই সপ্তাহ পর পাঠান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে। পায়ে ঘা হয়ে পচন ধরায় ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন। প্রায় দুই মাস স্ত্রীর চিকিৎসায় ধারদেনা করে চার লাখ টাকা খরচ করেন। গ্রামের বাড়ি জায়গা জমি না থাকায় আশ্রয় নেন শ্বশুর বাড়ি।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী মেরাজুল মাজিদ তুর্জ বলেন, শওকত মণ্ডল একজন জুলাইযোদ্ধা এবং অসুস্থ্য। তার স্ত্রী একটি পা হারিয়ে আরো মানবেতর জীবন যাপন করছেন। স্ত্রীর চলার জন্য একটি কৃত্রিম পা সংযোজন করতে পারলে অন্তত রান্নার কাজ সামালাতে পারতেন।

কথা শুনে ছুটে যাই প্রায় দুই কিলোমিটার দূরে লোকোশেড ছোট নূরপুর শ্বশুরবাড়ি। রাস্তা থেকে কোনভাবে ধান খেতের হালোট ধরে কিছুদূর সামনে এগিয়ে দেখা যায় মাঠে একটি চৌচালা টিনশেড ঘর। উঠানের পাশে জড়াজীর্ণ পলিথিনে মোড়ানো ঘরে রান্নার চেষ্টা করছেন স্ত্রী আকলিমা মুন্নী। কোনভাবে তাকে কিছুটা গুছিয়ে দুই হাতে ক্যাচে ভর করে স্ত্রীকে সামনে নিয়ে আসেন শওকত মণ্ডল। তাকে সহযোগিতা করছেন বৃদ্ধা শাশুড়ি (আকলিমার মা)।

আবেগ আপ্লুত আকলিমা মুন্নী বলেন, বিয়ের প্রায় ৯ বছর পর ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। ৯-১০ বছর বয়সে মেয়েটির একদিন জ্বর হলে খুব অসুস্থ্য হয়ে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্রায় চার বছর আগে মেয়েটিকে বিয়ে দিয়েছি। এখন মেয়ের বয়স ২১ বছর। তাকেও মাঝেমধ্যে সামাল দিতে হয়। কিন্তু আমার তো আর চলছে না।

তিনি বলেন, পায়ে ঘা হয়ে পচন ধরায় ক্যান্সার ঝুঁকিতে ডাক্তার হাঁটুর নিচ থেকে কেটে ফেলে। নিজের ডায়াবেটিকসহ নানা রোগ বাসা বেধেছে। এখন রান্নাবান্নাও করতে পারিনা। বাবা মারা গেছেন অনেক আগে। আমার বৃদ্ধ মা মাঝেমধ্যে কোনভাবে রান্না করে দেন। নিজেই চলতে পারিনা সেখানে স্বামী, বৃদ্ধ মাকে দেখবো কিভাবে? এখন চলার মতো একটি পা লাগানোর ব্যবস্থা হলে অন্তত তাদের রান্না করে খাওয়াতে পারতাম।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ