Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন

রাজবাড়ী শহরের শতবর্ষের হরিতলা সার্বজনীন দুর্গাপূজা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ অক্টোবর ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ একসময় দুর্গাপূজা ছিল জমিদার ও ধনী পরিবারের আঙিনায় সীমাবদ্ধ, অনেকেই একে ডাকতেন ‘বড় পূজা’ নামে। কালের পরিক্রমায় সেই পূজা আজ হয়ে উঠেছে সার্বজনীন উৎসব-যেখানে শহর-গ্রামের সব শ্রেণির মানুষ সমানভাবে অংশ নেন।

রাজবাড়ী শহরের সার্বজনীন দুর্গাপূজার মধ্যে সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী হলো হরিতলা সার্বজনীন দুর্গাপূজা। এক শতাব্দীরও বেশি সময় ধরে এই পূজা রাজবাড়ীর হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষকেও আকৃষ্ট করে আসছে।

রাজবাড়ী শহরের বড়পুল তিন রাস্তার মোড়ের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক নকশায় নির্মিত তিনতলা হরিতলা সার্বজনীন মন্দির। বর্তমানে এখানে দুর্গাপূজাই সবচেয়ে বড় আয়োজন হলেও মন্দিরটির শুরু হয়েছিল হরিপূজা দিয়ে।

২০২০ সালে হরিতলা মন্দির কমিটি প্রকাশিত ‘বিজয়া সম্মেলন’ পত্রিকায় উল্লেখ করা হয়-বাংলা ১২৮৫ সালের দিকে (ইংরেজি ১৮৭৮ সালে) এখানে একটি বিশাল বটগাছের নিচে প্রথম হরিপূজা শুরু হয়। স্থানটির নাম হয় ‘হরিবট তলা’। পরে বটগাছটি কেটে ফেলা হলে নাম বদলে হয় ‘হরিতলা মন্দির’। কয়েক বছর পর স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় দুর্গাপূজা, যা শুরু থেকেই বারোয়ারি বা সার্বজনীন ছিল।

রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী বলেন, “ছোটবেলায় হরিতলা মন্দিরের দুর্গাপূজাই ছিল আমাদের প্রধান আকর্ষণ। তখন শহরে এত পূজামণ্ডপ ছিল না। বাবার কাছ থেকেও শুনেছি, এটি শহরের সবচেয়ে পুরোনো দুর্গাপূজা। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অনেক ব্যক্তিগত পূজা বন্ধ হয়ে যায়, কিন্তু হরিতলার পূজা কখনো বন্ধ হয়নি। কারণ এটি শুরু থেকেই সার্বজনীন।”

মন্দির কমিটির কোষাধ্যক্ষ পরিতোষ কুমার সিংহ জানান, “আমাদের মন্দিরের দুর্গাপূজা শত বছরের বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। শহরের পূজাগুলোর মধ্যে মূল আকর্ষণ থাকে আমাদের প্রতিমা, সাজসজ্জা ও আয়োজনকে ঘিরে।”

কমিটির সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট স্বপন কুমার সোম বলেন, “শিশুকাল থেকেই আমি এখানে দুর্গাপূজা হতে দেখছি। প্রবীণদের কাছ থেকে শুনেছি, হরিপূজার কয়েক বছর পর দুর্গাপূজা শুরু হয়। সেই হিসেবে পূজার বয়স শত বছর পার হয়ে গেছে।”

বর্তমানে হরিতলা সার্বজনীন মন্দিরের দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের সীমিত আয়োজন নয়। প্রতিমা দর্শন, আলোকসজ্জা, সিঁদুর খেলা ও বিজয়ার দিনে আশীর্বাদ নিতে প্রতিদিন হাজারো মানুষ আসেন। মন্দির প্রাঙ্গণ তখন উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, এই পূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং রাজবাড়ী শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ও একতার প্রতীক।

হরিতলা মন্দিরে শতবর্ষের দুর্গাপূজার ধারাবাহিকতা আজও অটুট। পুরনো হরিপূজার আসর থেকে শুরু হয়ে আজকের দুর্গাপূজা হয়ে উঠেছে রাজবাড়ী শহরের ইতিহাসের সাক্ষী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলার প্রাণকেন্দ্র।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন