Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. কৃষি ও অর্থনীতি
  7. শিক্ষা
  8. আলোচিত খবর

পদ্মাসেতু ও পদ্মা ব্যারেজ হলে দেশের সেরা জনপদ হবে রাজবাড়ী

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ ও শামীম শেখ, রাজবাড়ীঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মাসেতু এবং রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মিত হলে দেশের সেরা জনপদ হবে রাজবাড়ী। কালুখালীতে অধিগ্রহণকৃত জমিতে অবিলম্বে সেনানিবাস, রেলওয়ে কারখানা স্থাপন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের ২৬টি জেলার আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিশাল ভূমিকা কাজ করবে। দীর্ঘদিনের এ স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব বিষয় তুলে ধরেন দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রোববার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ শহরের লোকমান টাওয়ারের দ্বিতীয় তলায় অস্থায়ী তাঁর ব্যক্তিগত কার্যালয়ে দুই ঘন্টা ব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলী নেওয়াজ খৈয়ম বলেন, পদ্মা নদীর উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধের প্রভাবে আমাদের দেশের নদীগুলো শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। সমুদ্রের পানির স্তর উচুঁতে উঠে লোনা জল অভ্যন্তরীণ নদনদীতে প্রবেশ করছে। এর ক্ষতিকর প্রভাব আগামীতে আরো মারাত্মক হবে। তাই উজানের বাংলাদেশ অংশে আমাদেরকে অনুরুপ বাঁধ দিয়ে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা ভাবতে হবে। এজন্য দীর্ঘদিন ধরে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। দ্বিতীয় পদ্মাসেতু হলে ঢাকা থেকে দুরুত্ব অনেক কমে আসবে। আধুনিক ট্রেন চালু হলে ঢাকা থেকে মাত্র ১০মিনিটে রাজবাড়ী আসা সম্ভব।

পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর বিষয় নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করছেন। পাশাপাশি দৌলতদিয়ায় আধুনিক নৌ-বন্দর স্থাপন, কালুখালীতে সেনানিবাস, রাজবাড়ী শহরে রেলওয়ে কারখানা স্থাপন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ছয়টি মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের প্রায় ৩৭ শতাংশ জমি হবে স্বর্ণ এবং রাজবাড়ী হবে বাংলাদেশের সরা জনপদ। এজন্য দলমত নির্বিশেষে সকলে মিলে কাজ করতে হবে। সেনানিবাস নির্মাণের জন্য অনেক আগেই কয়েকশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এছাড়া আধুনিক মানের হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন উন্নয়মূলক কাজ করার পরিকল্পনার কথা বলেন।

খৈয়ম বলেন, পদ্মা সেতু নির্মাণ, রেলরক্ষাসহ নানা ইস্যু নিয়ে অতীতে দূর্বার আন্দোলন গড়ে তুলেও বিভিন্ন কারনে ব্যার্থ হন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন এ দাবিগুলো বাস্তবায়নে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগসহ এ অঞ্চলের কৃষি, শিল্প, বাণিজ্য, বিভিন্ন খাতে অভাবনীয় অগ্রগতি সাধিত হবে। পাল্টে যাবে আওয়ামী লীগ আমলের উন্নয়ন বঞ্চিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেহারা।

সম্প্রতি ঢাকাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ প্রকল্পের ওপর সেমিনার করেছেন। এছাড়া বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বেশ কয়েকটি সভা করেছেন। তিনি দেশের ঐতিহ্যবাহী গোয়ালন্দ উপজেলা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।

মেগা প্রকল্পগুলোর বিষয়ে তিনি ইতোমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এ সকল প্রকল্প তিনি বাস্তবায়ন করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এজন্য তিনি অত্র অঞ্চলের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্œু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহসভাপতি মাহবুব আলম শাহিন প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন