Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে সুদে কারবারী, ভূমিদস্যু সাহান সরদারের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সুদে কারবারী, ভূমিদস্যু সাহান সরদারের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী অন্তত অর্ধশত পরিবার মানববন্ধনে অংশ নেন। সাহান সরদার রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকার বাসিন্দা। পরে বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও তারা লিখিত অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এসময় ভুক্তভোগীরা জানায়, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর-বাজিতপুর এলাকার তোতা সরদারের ছেলে সাহান সরদার দীর্ঘদিন ধরে স্থানীয় অসহায় ব্যক্তিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে চিহিৃত করে ফাঁদে ফেলে। পরে তাদের সমস্যার কথা শুনে উপকারের কথা বলে প্রথমে কছু টাকা লগ্নি করে। তাদের দিয়ে ব্যাংক এ্যাকাউন্ট খোলার পর ব্লাঙ্ক চেক নিয়ে চড়া সুদের বিনিময়ে টাকা ঋন দেন। পরে ভুক্তভোগীদের কাছ থেকে চক্রবৃদ্ধি হারে কয়েকগুন বেশি সুদের টাকা আদায় করেন। চুক্তি মোতাবেক পরিশোধ করতে বিলম্ব হলে তিনি গ্রাহকদের বাড়ি গিয়ে তুলে এনে নির্যাতন করেন। বিভিন্ন কৌশলে তিনি অন্তত অর্ধশত পরিবারকে সর্বশান্ত করেছেন বলে অভিযোগ করেন। এর আগে ভুক্তভোগী কয়েকটি পরিবার ২ সেপ্টেম্বর সাহান সরদারের শাস্তির দাবিতে শহরের মোস্তফা প্লাজায় সংবাদ সম্মেলন করে।

ভুক্তভোগী কাশেম শেখ বলেন, চলতি বছর ২১ ফেব্রুয়ারি সাহান সরদারের কাছ থেকে গরুর ব্যবসার জন্য ৬ মাসের জন্য সুদে ৭ লাখ টাকা ধার নেন। এজন্য তাকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর ষ্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড থেকে হিসাব খুলে একটি ব্লাঙ্ক চেক দিতে হয়। গত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে আসল ৭ লাখ টাকা ও সুদের ২ লাখ টাকাসহ ৯ লাখ টাকা ফেরত দেন। এ সময় তার দেয়া ব্লাঙ্ক চেক ফেরত চাইলে সাহান সরদার না দিয়ে তালবাহানা করতে থাকেন। পরে ব্লাঙ্ক চেকে সাহান সরদার ২০ লাখ টাকা লিখে ১৪ আগষ্ট তারিখ বসিয়ে ব্যাংক থেকে ডিজঅনার করে তার বিরুদ্ধে (কাসেম শেখ) আদালতে চেক জালিয়াতির মামলা করেন।

আরেক ভুক্তভোগী মজিবর শেখের স্ত্রী হালিমা খাতুন নামের এক গৃহিনী বলেন, প্রায় পাঁচ মাস আগে সাহান সরদারের কাছ থেকে তিনি স্ট্যাম্পে স্বাক্ষর করে ৭০ হাজার টাকা সুুদে ঋন নেন। বিনিময়ে প্রতি সপ্তাহে ২০ হাজার টাকা করে সুদ হিসেবে দাবি করেন। গত পাঁচ মাসে প্রায় ৪ লাখ টাকা প্রদানের পরও সাহান সরদারের টাকা পরিশোধ না হওয়ায় তিনি এখনো দাবি করে যাচ্ছেন। আমরা এখন তার ভয়ে এলাকায় থাকতে পারছি না।

ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করেন, সাহান সরদার প্রথমে এলাকার দরিদ্র মানুষদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন এবং বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে স্বাক্ষর করা একাধিক চেক তিনি সংগ্রহ করেন। এরপর অল্প টাকা দিয়ে বড় অঙ্কের চড়া সুদ আদায় করতে থাকেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যার্থ হলে ফাঁকা চেকের পাতায় ইচ্ছামতো অঙ্ক বসিয়ে ব্যাংক থেকে ডিজঅনার করে আদালতে মামলা করেন। তার নির্যাতন আর হয়রানিতে বসন্তপুর ইউনিয়নের এমন বহু পরিবার বসতভিটা হারিয়ে নিঃশ্ব হয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে সাহান সরদার মুঠোফোনে অভিযোগ মিথ্যা কথা বলে দাবি করেন। বরং তারাই তাকে উল্টো নানাভাবে হয়রানী করছেন বলে দাবি করেন। এছাড়া এ সময় কোন কথা মিথ্যা জানতে চাওয়া হলে তিনি স্থানীয় নজরুল নামের এক সাংবাদিককে ফোন ধরিয়ে দিয়ে এ বিষয়ে পরে ফোন করছি বলে ফোন কেটে দেন।

ভুক্তভোগীদের অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম তাৎক্ষনিকভাবে সদর থানার ওসিকে ব্যবস্থার গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। অভিযোগ প্রমানিত হলে অবশ্যই সুদে কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ