Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। শুক্রবার রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (অপরাধ) হিসেবে তাঁকে বদলি করা হয়।

মোহাম্মদ রাকিবুল ইসলামের স্থলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলার বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন কে যোগদান করতে বলা হয়েছে। এক অফিস আদেশে জনস্বার্থে তাঁদেরকে উক্ত পদে বদলি করা হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা, গোপনীয় শাখা এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি সহ জেলার সকল থানার ওসিকে অবহিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলার ঘটনায় এক ভক্ত নিহত সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এছাড়া দেশব্যাপী আলোচিত ঘটনা হিসেবে চিহ্নিত হয়। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় পুলিশের এসআই সেলিম মোল্লা বাদী হয়ে একটি এবং দরবারে হামলায় এক ভক্ত নিহত সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, চুরি, কবর থেকে লাশ উত্তোলনের পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিহত ভক্তের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে একটি মামলা করেন। পৃথক দুটি মামলায় প্রায় সাড়ে সাত হাজার আসামি করা হয়। ইতিমধ্যে পুলিশ দুটি মামলায় ২৩ জনকে গ্রেপ্তারও করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে আলোচিত এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পরিস্থিতি সামাল দিতে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কে অন্যত্র বললি করা হয়েছে।

 মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নুরাল পাগলার বিষয়টি নিয়ে তাঁদের পরিবার এবং আলেম সমাজের সঙ্গে দফায় দফায় বসে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার পরবর্তীতে উর্ধ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তাকে জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (অপরাধ) হিসেবে বদলি করা হয়েছে।

এ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, কাজের সুবিদার্থে এবং অফিসিয়াল রুটিন ওয়ার্ক হিসেবে রাকিবুল ইসলামকে বদলী করা হয়েছে। তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পুলিশ পরিদর্শক ক্রাইম হিসেবে যোগ দিতে বলা হয়েছে। তিনি তাঁর সুবিধা মতো সময়ে যোগ দিবেন। এখানে নুরাল পাগলের বিষয় সম্পর্কৃত নয়। এ ধরণের গুজবে কেউ কান দিবেন না।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন