Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ী মেইল ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “তোমরা ভালো ফলাফল করেছ বলে আজ একটি ভালো অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছ। তোমরা যেমন রাজবাড়ীর সেরা, সমাজের সেরা স্বীকৃতি অর্জন করেছ। একদিন তোমরা দেশ সেরা হবে বলে আমরা বিশ্বাস করি। একদিন তোমাদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আর এই সেরাটাই যেন আমরা অক্ষুন্ন রাখতে পারি।” কথাগুলো বলছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শওকত আলী।

অধ্যক্ষ আরও বলেন, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ, ভালো দেশ-স্বর্গভূমির বাংলাদেশ। এই প্রত্যয়ে আজকে প্রমাণ করে আপনারা নিজেকে ভালোবাসেন। পরিবারকে দেশকে ভালোবাসেন, পরিবারকে ভালো বাসেন, সর্বপরি আপানার প্রথম আলোকে ভালো বাসেন। প্রথম আলোর আজকের আয়োজন তার প্রমান। আমি বন্ধুসভা করেছিলাম। ভালো বন্ধুদের নিয়ে তৈরী হয় প্রথম আলো বন্ধুসভা।

‘স্বপ্ন দেখো জীবন গড়ো, স্লোগান নিয়ে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। তারই ধারাবাহিকতায় রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ছিল এর আয়োজন। এতে জেলার পাঁচটি উপজেলার প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশ গ্রহণের পাশাপাশি অভিভাকেরাও অংশ নেন।

রাজবাড়ীতে অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। সকাল ৯টার আগে থেকেই অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন শিক্ষার্থী ও অভিভাকরা। সকাল সাড়ে ৯টার মধ্যেই কানায়-কানায় ভরে ওঠে সদর উপজেলা পরিষদ মিলনায়তন। শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলের সামনে থাকা বুথ কক্ষে বসে নিবন্ধন নম্বর দেখিয়ে সকালের নাশতা, ক্রেস্ট ও উপহার সংগ্রহ করে।

ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৫মিনিটে শুরু হয় মূল অনুষ্ঠান। জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এরপর ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক। এরপর অনুষ্ঠানটির থিম সংয়ের সঙ্গে নাচ পরিবেশন করে আব্দুস ছাত্তার কালুর পরিচালনায় বন্ধুসভার সদস্যরা। এ সময় শিক্ষার্থীদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

বন্ধুসভার বন্ধু নুরতাজ তাজিয়া ও সপ্তদিপা পালের সঞ্চালনায় অতিথির বক্তব্যের শুরুতে সম্মাননা জানানো হয় জাতীয় পর্যায়ে সেরা পুরুষ্কারপ্রাপ্ত শিক্ষক জেলার বালিয়াকান্দি ইসলামপুর স্বাবলম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামকে। সহিদুল ইসলাম বলেন, একটি পরিচ্ছন্ন এবং ভালো মানের পত্রিকা প্রথম আলো। ভালোর সঙ্গে আলোর পথে স্লোগান নিয়ে প্রথম আলো আপন গতিতে তার কাজ করে যাচ্ছে। পরে তাঁর হাতে ফুলের তোড়া, মহামূল্যবান একটি বই এবং একটি ফুল গাছের চারা উপহার হিসেবে তুলে দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শওকত আলী, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, বন্ধুসভার সভাপতি সুরজিত চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ওলিউল আজম।

শিক্ষকদের কথার ফাঁকে ফাঁকে চলে গান ও নৃত্য। নৃত্য পরিবেশন করেন জাতীয় পর্যায়ে পুরুস্কারপ্রাপ্ত আব্দুস ছাত্তার কালুর দল ও রাজবাড়ী বন্ধুসভার বন্ধুসভার ক্ষুদে শিল্পী কুহেলি সরকার। এছাড়া গান পরিবেশন করে বন্ধুসভার বন্ধু তীর্থ, মাহবুব, সাবিদ, অনন্যা, মুগ্ধতা ও জলসা। গানের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। হাসি-আনন্দ ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

বক্তব্য রাখে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী বালিয়াকান্দির জিতেশ কুমার আগরওয়ালা ও গোয়ালন্দের অনিরুদ্ধ চক্রবর্তী, অভিভাবক হিসেবে কালুখালীর পঙ্কজ কুমার সাহা এবং রাজবাড়ী সদরের ফাহিমা আক্তার।

কৃতি শিক্ষার্থী অনিরুদ্ধ চক্রবর্তী বলে, “প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানে আসবো বলে পারিবারিক অনুষ্ঠানে থাকতে পারিনি। বাবা-মাকে বুঝিয়ে সকাল ৯টার আগেই কয়েক বন্ধু মিলে অনুষ্ঠানে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এসএসসিতে জিপিএ ৫ পাবো এবং সবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবো। আজ আমার আশা পূরণ হয়েছে।”

শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক তপতী বর্মণ ও রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক ওলিউল আজম।

শুভেচ্ছা বিনিময় শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলার শপথ করান সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার। তিনি বলেন, “তোমরা মিথ্যাকে না বলবে, মুখস্থকে না বলবে এবং মাদককে না বলবে। তোমরা যদি এই তিন ‘ম’ থেকে দূরে থাকো তাহলে ভালো মানুষ হতে পারবে।”

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কথা হয় শিক্ষার্থী ও অভিভাকদের সঙ্গে। জেলার কালুখালী থেকে অনুষ্ঠানস্থলে হাজির অভিভাবক পঙ্কজ কুমার সাহা বলেন, আমি নিয়মিত প্রথম আলো পড়ি। প্রথম আলোর প্রতিটি কর্মকা- আমাকে অনুপ্রেণিত করে। তাই আজকে সন্তানের সঙ্গে এখানে ছুটে এসেছি।

দুপুর বারোটায় বন্ধুসভার সভাপতি রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সুরজিত কুমার চক্রবর্তী অনুষ্ঠানে আগত সকল অতিথি, বন্ধুসভার সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি এবং সহযোগিতায় রয়েছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আকিজ টেলিকম লিমিটেড, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন