Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. শিক্ষা
  9. ধর্ম ও জীবন
  10. আলোচিত খবর

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে আগুন দেয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদী জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মোল্লা(৩০) নামের স্থানীয় এক খাদেমের মৃত্যু হয়েছে।আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, চাঙচুর করা হয় গাড়ি। এছাড়া ১০ থেকে ১২জন পুলিশ সদস্য আহত হয়েছে।

এছাড়া বিকেলে উত্তেজিত জনতা নুরাল পাগলের মরদেহটি কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় পুড়িয়ে দিয়েছে। শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল ৬ টা পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহদী দাবি করে আলোচনায় আসেন তিনি। ওই সময়ে তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়। পরবর্তীতে ১৯৯৩ সালের ২৩ মার্চ জনরোষ এড়াতে তিনি মুচলেকা (অঙ্গীকার নামা) দিয়ে এলাকা ত্যাগ করেন। এর কিছুদিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরীফের কার্যক্রম পরিচালনা শুরু করেন।

গত ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরাল পাগল। পরে ওইদিনই সন্ধ্যায় এলাকাবাসীর অংশগ্রহণে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তার ভক্তানুরাগীদের অংশগ্রহণের দরবার শরীফের ভেতরে দ্বিতীয় জানাজা নামাজ শেষে রাত ১০ টার দিকে তাকে মাটি থেকে কয়েক ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয়। পবিত্র কাবা শরীফের আদলে তার কবরের রং করা হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে ফুঁসে ওছেন তৌহিদী জনতা। তৌহিদী জনতার আন্দোলনের ফলে কবরের রং পরিবর্তন করা হয়।

এ বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয় ইমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে তৌহিদি জনতা সহ নুরাল পাগলের পরিবারের সদস্যদের। এর পরেও কবর নিচে নামাতে গড়িমসি করে নুরাল পাগলের পরিবার।

oplus_0

দুই দফা সংবাদ সম্মেলন করে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ইমান-আকিদা রক্ষা কমিটি। কবর নিচে নামানো না হলে কবর ভেঙে ফেলার হুশিয়ারি দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার পর গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় তৌহিদী জনতা। দুপুর দুইটার পর থেকে আনসার ক্লাবে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শত শত মানুষ। বেলা আড়াইটার দিকে একটি মিছিলে হাতুরি, হামার, লাঠিসহ যোগ দেয়।আয়োজকদের পক্ষ থেকে লাঠি, হাতুরি মঞ্চে জমা দিতে বলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে মঞ্চে বক্তব্য চলাকালে কিছু উত্তেজিত মানুষ পুলিশের ওপর হামলা করে পুলিশের দুটি গাড়ি এবং ইউএনও’র গাড়ি ভাঙচুর করে। এসময় ১০ থেকে ১২জন পুলিশ সদস্য আহত হন।

কিছুক্ষণ পর বেলা তিনটার দিকে মঞ্চ থেকে ইমান-আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, সদস্য সচিব বিএনপি নেতা আইয়ুব আলী খান এবং মাওলানা আমিনুল ইসলাম কাশেমী সবাইকে বারণ করে সমাবেশে থাকার আহ্বান জানান। কিন্তু কোন বারণ না শুনেই উত্তেজিত জনতা মিছিল নিয়ে নুরাল পাগলের দরবারে হামলা চালায়।পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। ইট-পাটকেল নিক্ষেপসহ তুমুল সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হন। এ সময় কিছু মানুষ দরবারে দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় এবং মালামাল লুট করে। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে এবং ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। বিকেল পাঁচটার দিকে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে গোয়ালন্দ পদ্মার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ের ওপর নিয়ে পুড়িয়ে দেয় তৌহিদী জনতা।

সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী রয়েছে। হামলার ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা আমাদের জানা নেই।

ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে নুরাল পাগলার দরবার। পরিস্থিতি মোকাবেলায় আমরা সতর্ক রয়েছি। হতাহতের সংখ্যা জানা না থাকলেও শুনেছি একজন মারা গেছেন, তবে নিশ্চিত করে বলতে পারছিনা।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শরিফ ইসলাম জানান, রাসেল মোল্লা (৩০) নামের একজন গুরুতর আহত অবস্থায় ফরিদপুর নেওয়ার পর মারা যান। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা ঝুটু মিস্ত্রি পাড়ার বাসিন্দা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন