Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. ধর্ম ও জীবন
  7. আলোচিত খবর

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:০১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগল নামের এক ব্যক্তিকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বেদি তৈরি করে দাফন সম্পন্ন করা হয়েছে। এটিকে ইসলামী ‘শরিয়ত পরিপন্থী’ দাবি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিক্ষোভের ঘোষণা দিয়েছে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সংবাদ সম্মেলন করে নুরুল হক পাগলের আস্তানায় অনৈতিক কার্যকলাপের অভিযোগ করেন সংগঠনটির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক ও গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন প্রামাণিক। সংবাদ সম্মেলনে নুরুল হকের বিরুদ্ধে ধর্মীয় রীতিনীতি বিকৃত ও কোরআন অবমাননার অভিযোগ তুলে তাঁর আস্তানায় (দরবার শরিফ) ইসলামবিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগ করা হয়।

গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগল নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। আশির দশকের শেষ দিকে তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করলে ওই সময় তার বিরুদ্ধে জনরোষ তৈরি হয়। জনরোষ এড়াতে ১৯৯৩ সালের ২৩ মার্চ তিনি মুচলেকা দিয়ে এলাকা ত্যাগ করেন। কয়েকদিন পর আবার  দরবার শরীফে ফিরে কার্যক্রম শুরু করেন। গত ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। ওইদিন রাতে দরবারে এলাকাবাসীর অংশগ্রহণে প্রথম জানাজা এবং পরে ভক্তানুরাগীদের অংশগ্রহণের দ্বিতীয় জানাজা নামাজ শেষে সাড়ে ১০ টার দিকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে  বিশেষ কায়দায় দাফন করা হয়। এরপর বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ হন স্থানীয় আলেম সমাজ। তাঁদের আন্দোলনের ফলে এরমধ্যে কবরের রং পরিবর্তন করা হলেও এখনও কবর নিচে নামানো হয়নি।

সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন প্রামাণিক বলেন, নিজেকে ইমাম মাহদি দাবি করায় তীব্র আন্দোলনের মুখে এলাকা ছাড়তে বাধ্য হন নুরুল হক। দীর্ঘদিন পর কিছু কূচক্রীমহল আর্থিক লেনদেনের মাধ্যমে তাকে পুনঃর্বাসিত করেন। গত ২৩ আগস্ট তাঁর মৃত্যুর পর ব্যাপারটা আরো ঘনীভূত হয়। মৃত্যুর আগে সে ১২ ফুট উঁচু বেদী তৈরী করেন। সেই বেদীর ওপর কবর দেওয়া হয়েছে এবং পবিত্র কাবার আদলে রং করা হয়েছে। ধারনা তাকে দক্ষিনে মাথা এবং উত্তর দিকে পা দিয়ে দাফন করা হয়েছে, যা শরীয়ত বিরোধী। এ সমস্ত ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানগণ বিক্ষুদ্ধ হয়ে ওঠে। উত্তেজনা প্রশমনের জন্য প্রশাসন আমাদের সাথে একাধিকবার আলোচনায় বসে৷ আলোচনায় প্রথমে নুরালের পরিবার এক সপ্তাহ সময় নেয়। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিলেও কোনো অগ্রগতি নাই। তারা তাদরে সিদ্ধান্তে অনড় রয়েছে। আমরা দুই দিন আগেও জেলা প্রশাসক মহোদয় বরাবর স্মারক লিপি দিলেও উত্তর পাননি।

রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি মো. ইলিয়াস মোল্লা ও আলজামিয়া নিজামিয়া কওমী মাদরাসার মহতামিম মাওলানা আমিনুল ইসলাম কাশেমী বলেন, তথাকথিত ভন্ড নুরালের বড় ছেলে নূর তাজ খ্রিষ্টধর্মের প্রচার করত। ফরিদপুর, রাজবাড়ী ও গোয়ালন্দ’র প্রশাসন বিষয়টি অবগত রয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে কবর সমান না করা হয় এবং অন্যান্য দাবী-দাওয়া পূরন না হয়; এর দায় দায়িত্ব কে নেবে? প্রাশসন বৃহস্পতিবারের মধ্যে সমাধান করবেন বলে বিশ্বাস। অন্যথায় শুক্রবার বাদ জুম্মা গোয়ালন্দ আনসারক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশি এবং পরবর্তীতে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালন করবো। এছাড়া আমাদের ইমামদের হত্যার হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। প্রশাসনকে এই বিষয়ে খতিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সদস্য সচিব উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খান বলেন, নুরাল পাগলের কবর নিচুঁ না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। একে ঠেকাতে যারা কাজ করবে তাদেরও বিরুদ্ধেও আন্দোলন করা হবে। এসময় কমিটির সদস্য খন্দকার আব্দুল মুহিত হিরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ও সাইদুল সরদারসহ অনেক আলেম ওলামা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে নুরুল হকের ছেলে মেহেদী নূর জিলানী বলেন, ‘আমার বাবা ইমাম মেহেদীর দ্বীন প্রচারক ছিলেন। তিনি কখনো নিজেকে ইমাম মেহেদী দাবি করেননি। বাবার মৃত্যুর পর তাঁর ওসিয়ত মোতাবেক কিছুটা উচুঁ করে ইসলামের বিধান মেনে দাফন সম্পন্ন করা হয়েছে। বাইরে খোলা জায়গায় বাড়তি ঝামেলা হওয়ার আশঙ্কা থাকায় দরবারে জানাজা নামাজ পড়া হয়। এখানে ১২ ফুট উচুঁ করার অভিযোগ সত্য নয়। তিন থেকে চার ফুট উচুঁ হতে পারে। আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে। তবে কবর নিচু করতে ভক্ত ও খাদেমদের সঙ্গে আলোচনা চলছে। এক-দুদিনের মধ্যে করণীয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে।’

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ