Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শনিবার রাত পৌনে ৮টা থেকে সোয়া ৮টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে। এ সময়  মহাসড়কের উভয় দিকে যানজট লেগে যায়। এর আগে একই দাবিতে শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যম্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার সংগঠনের রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা কমিটির আয়োজনে পৃথক স্থানে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ কর্মসূচি পালন করে।

রাত পৌনে ৮টার দিকে আকষ্মিকভাবে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ মহাসড়ক অবরোধ করে।যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে মহাসড়কের উভয় দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী সহ পথচারীরা।

বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। এসময় তিনি দলের সভাপতির ওপর আইন শৃঙ্খলা বাহিনীর এমন ন্যাক্কার জনক হামলা এবং ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করণের দাবি জানান। দাবি মানা না হলে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি করেন।

এসময় যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক সাগর শেখ, যুগ্ম আহবায়ক সুজনুর রহমান সাগর প্রমূখ উপস্থিত ছিলেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি সহ পুলিশের একটি দল দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আন্দোলন কারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ জনস্বার্থে অবরোধ কারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করেন। সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এর আগে একই দাবিতে শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যম্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী বড়পুল এলাকা ব্লকেড কর্মসূচি পালন করে। এ সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। বিকেল ৫টার পর বড়পুল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কামরুল হাসান রাশেদ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল মৃধা। গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলার আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব রবিউল আজম, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব ইসলাম, ছাত্র অধিকার পরিষদ জেলার সভাপতি শাহিন আলম, ছাত্রধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় খান, শ্রমিক অধিকার পরিষদ জেলার সভাপতি সোহেল মল্লিক প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ