Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

রাজবাড়ীতে পার্কিং করা বাসে আগুন, অর্ধেকের বেশি পুড়ে গেছে

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে পার্কিং করা সরকার পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে বাসের অর্ধেকের বেশি পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে শহরের সজ্জনকান্দা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের সামনে আগুন লাগার ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তবে এ ঘটনায় মালিক পক্ষ থেকে থানায় রিখিত অভিযোগ দেওয়া হয়নি।

সরকার পরিবহনের যাত্রীবাহি বাসের তত্বাবধায়ক মো. শাহিন বলেন, প্রতিদিন ট্রিপ শেষ করে রাতের বেলায় সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের সামনে ও ষ্টাফ কোয়াটারের ভিতর গাড়ি পার্কিং করে রাখা হয়। সরকার পরিবহনের একটি যাত্রীবাহি এই বাসটি (রাজবাড়ী ব-১১-০০৭০) প্রায় ১০-১২দিন ধরে সড়ক পরিবহন মালিখক গ্রুপ কার্যালয়ের পাশে ষ্টাফ কোয়াটারের ভিতর রাখা ছিল। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে জানতে পারেন তাদের বাসটি আগুনে পুড়ছে। তারা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। বাসটি মেরামতের বুধবার শ্রীপুর বাসটার্মিনালে নিয়ে যাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বাসে আগুন লাগার বিষয়ে পরিবহন মালিক পক্ষের কেউ গণমাধ্যমে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মাহমুদুল হক জুয়েল বলেন, মঙ্গলবার দিনগত রাতে আমাদের মালিক সমিতির অফিসের পাশেই সরকার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি থানা পুলিশকে অবগত করেছি। তারা যেন অতি সত্ত্বর বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন।

তিনি আরও বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সমাজ বা রাষ্ট্রের ভালো চাননা। দেশের মধ্যে অরাজকতা তৈরির পায়তারা করছেন। সুতরায় বিষয়টি উদঘাটিত না হলে মানুষ এবং আমাদের মালিক যারা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন।

জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, রাত পৌনে তিনটার দিকে ৯৯৯ এবং ফায়ার সার্ভিস থেকে খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পৌছে দেখি একটি পার্কিং করা বাসে আগুন জ্বলছে। পরবর্তীতে দ্রুত ফায়ার সার্ভিস আগুন নেভায়। আমরা আমাদের মতো করে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। বাসটির মালিক পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে প্রায় ৫ কিলোমিটার দূর শ্রীপুর বাসটার্মিনালে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন