Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

পাংশায় জোরপূর্বক বসতভিটার জমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ, শঙ্কিত পরিবার

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমদু ও মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় বসতভিটার জমিতে বালু ফেলে জোরপূর্বক দখলের চেষ্টা এবং গাছ কেটে ফেলার অভিযোগ উঠছে। ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে প্রতিকার চেয়ে থানা এবং সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছেন। জীবননাশের ভয়ে আতঙ্কিত গোটা পরিবার। তবে অভিযুক্তদের দাবি, ওয়ারিশ সূত্রে পাওয়া তাদের নিজস্ব সম্পত্তিতে তারা কাজ করছেন।

ভুক্তভোগী পাংশা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড মৈশালা গ্রামের আব্দুল মাজেদ প্রামানিকের ছেলে কসমেটিক্স ব্যবসায়ী মনিরুল ইসলাম। তাদের পরিবার মৈশালা গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে বাস করছেন। অভিযুক্ত ব্যক্তি শফিকুল ইসলাম শহরের ৬ নম্বর ওয়ার্ড নারায়নপুর গ্রামের আকবর আলী মিয়ার ছেলে এবং শহর যুবদলের নেতা। মনিরুলের সম্পর্কে মামাতো ভাই হন শফিকুল ইসলাম।

মনিরুলের বাবা মাজেদ প্রামানিক বলেন, ২৫৯ নম্বর খতিয়ানের বিএস ১৮৬৫ নম্বর দাগের ৩৯ শতাংশের মধ্যে ৩৬ দশমিক ৫৭ শতাংশ এবং বিএস ১৮৬১ নম্বর দাগের ১৮ শতাংশের মধ্যে ১৪ দশমিক ৫৭শতাংশ ওয়ারিশ সূত্রে ক্রয়সহ দুই দাগে তাদের বাড়ির ৫১ দশমিক ১৪ শতাংশ জমি রয়েছে। অবশিষ্ট ৫ দশমিক ৮৬ শতাংশ জমির মালিকানা শফিকুল ইসলামের পরিবার। অথচ জোরপূর্বক তারা আমাদের জমিতে বালু ফেলে ভরাট করছেন এবং গাছ কেটে ফেলেছেন। আমরা এখন পরিবারের সবাই তাদের ভয়ে আতঙ্কে আছি।

মনিরুল ইসলাম বলেন, ২০২০ সালে আদালতে বাটোরায়াসহ একাধিক মামলা রয়েছে। গত বছর ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শফিকুল লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করছেন। এক সপ্তাহ ধরে বাড়ির সামনে ইটের গাঁথনি গেঁথে ও বালু ফেলে রেখেছে। বাড়ির প্রবেশ পথে আমাদের ২০-২২টি মেহগনি গাছ, বহু পুরাতন ৫টি বড় আমগাছ, ২টি কাঠাল এবং কয়েকটি মেহগনি গাছ কেটে ফেলেছে। বাধা দেয়ায় সন্ত্রাসী দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী থাকলেও প্রাণনাশের ভয়ে চারদিন বাড়ি যেতে পারছিনা।

সরেজমিন দেখা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সরদার বাসষ্ট্যান্ড থেকে ২০০ গজ দূরে রাস্তার ডানে মনিরুলদের বাড়ির রাস্তার সামনে বালুর স্তুপ। ভ্যানে করে বালু টেনে বাড়ির আঙ্গিনার ডোবায় ফেলা হচ্ছে। শফিকুলসহ কয়েকজন কাজের তদারকি করছেন। সাংবাদিকের দেখে তারা উত্তেজিত হয়ে মনিরুলকে ধমকাতে থাকেন।

oplus_0

অভিযোগ প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, এখানে দাদার দুই একর সম্পত্তি রয়েছে। মনিরুলদের দাদা বাড়ি থেকে বের করে দিলে আমার বাপ-চাচা এখানে থাকতে দেন। সাবেক মন্ত্রী জিল্লুল হাকিমের মার্কেটে ব্যবসা করায় মনিরুল ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের জমি দখল এবং ফুপুদের নামমাত্র টাকা দিয়ে লিখে নেয়। ওই সময় শালিসে আমাদের পক্ষে রায় হলেও মনিরুলরা মানেনি। এমনকি আমার চাচাকে মারধর করেছিল। এ নিয়ে মামলাও হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, সরকারের পরিবর্তনের পর আমরা জমি ফিরে পেতে শালিসে বসি। চারদিন জমি মাপঝোক শেষে আমাদের বুঝিয়ে দেয়া জমি থেকে গাছ কাটছি এবং স্থানীয়দের চলাচলের স্বার্থে বালু ফেলে রাস্তা তৈরী করছি। মনিরুলের একটা দাগের জমি নিয়ে আপত্তি করলে পরে বসার কথা বলে আজও বসেনি। জমি দখলের অভিযোগ সত্য নয় বরং আমার লাগানো ৪৮টি গাছ তারা কেটে বিক্রি করেছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মনিরুলের সঙ্গে শফিকুলের দীর্ঘদিন বিরোধ চলছে। এ সংক্রান্ত আদালতে মামলা চলমান থাকায় পুলিশ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তবে আইনশৃঙ্খলার স্বার্থে দুই পক্ষকে একাধিকবার ডেকে সতর্ক করেছি এবং বৃহস্পতিবার কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন