Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি করোনার শুরুতেই অবরুদ্ধ (লকডাউন) করে দেয় প্রশাসন। তখন খদ্দেরের আনাগোনা বন্ধ হয়ে যায়। প্রায় চার মাস পর পল্লি খুললেও মানুষ তেমন যাচ্ছে না। এ কারণে পল্লিতে বসবাসরত যৌনকর্মী, বাড়িওয়ালা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে।

যৌনকর্মীদের নিয়ে গঠিত অবহেলিত নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, ‘এ পল্লিতে প্রায় ১ হাজার ৩৫০ যৌনকর্মী ও ২০০ জনের মতো বাড়িওয়ালি আছেন। লকডাউন শুরু হলে আড়াই মাস সংগঠনের পক্ষ থেকে বাড়িভাড়া বন্ধ করেছিলাম। এখন অনেকটা শিথিল হওয়ায় সবাই আগের মতো ভাড়া দিচ্ছেন। তবে মানুষের আনাগোনা স্বাভাবিক না হওয়ায় সবাই ভালো নেই।’

পল্লির বাসিন্দারা জানান, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে পুলিশ গত ২০ মার্চ পল্লি লকডাউন করে। এ সময় পল্লির প্রধান প্রবেশপথ ছাড়া চারপাশের বিভিন্ন পথ বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, বাইরের কেউ পল্লিতে ঢুকতে এবং কেউ পল্লি থেকে বের হতে পারবেন না। এতে যৌনকর্মীসহ পল্লির দেড় হাজার বাসিন্দা বিপাকে পড়েন। লকডাউনের পর থেকে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনী বিভিন্ন সময় যৌনকর্মীদের খাদ্যসহায়তা দিতে থাকে। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন বেসরকারি সংস্থা। তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

এক যৌনকর্মী (৩৫) বলেন, ‘প্রায় এক যুগ ধরে এ পল্লিতে বাস করি। এমন কষ্ট আগে করিনি। প্রতিদিন ৪০০ টাকার রুম, খাওয়াসহ প্রতিদিন ৬০০-৭০০ টাকা প্রয়োজন। লকডাউন থাকায় খদ্দের আসা বন্ধ। সরকারি বা এনজিও সাহায্য দিলেও কদিন চলে? পরে ঘরভাড়া অর্ধেক করলেও আয় না থাকায় কষ্টে দিতে হচ্ছে। এমনও গেছে, দুই দিন না খেয়ে থাকছি। বাধ্য হয়ে পরিচিত খদ্দেরদের থেকে বিকাশে অগ্রিম টাকা নিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষ হালকা আসতে থাকে। এখন কোনো দিন ৫০০ টাকা আয় হয়, কোনো দিন তা-ও হয় না।’

কাজী সিরাজ খাবার হোটেলের তদারককারী আবদুস সালাম বলেন, আগে প্রতিদিন বেচাবিক্রি শেষে প্রায় তিন-চার হাজার টাকা থাকত। বর্তমানে পরিস্থিতি এত খারাপ যে দিন শেষে এক হাজার টাকাও থাকে না। করোনার কারণে মানুষজন তেমন আসে না। কেউ এলেও বেশিক্ষণ দেরি না করে দ্রুত চলে যায়। অনেকে হোটেলে খেতেও ভয় পায়।

জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর বলেন, পল্লিতে অবাধ যাতায়াত বন্ধ করতে লকডাউন করা হয়। এ সময় ৯ দফা খাদ্যসামগ্রী দেওয়া হয়। কোরবানির ঈদে প্রথমবার তাঁদের মাংস দেওয়া হয়। বর্তমানে তাঁরা অনেকটাই স্বাভাবিক আছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গোয়ালন্দে মসজিদ উন্নয়ন কাজে সৌদি প্রবাসী হোসাইনের অর্থ সহযোগিতা প্রদান

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার দুই মাস পর আদালতে মামলা দায়ের

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

বেশি লাভের আশায় রাসায়নি মিশিয়ে লাল তিলকে কালো করে বিক্রি, ইউএনও’র অভিযানে জরিমানা 

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে – ইউএনও সাথী দাস

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়