Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে। ফেরিঘাট থেকে মহাসড়কের প্রায় চার কিলোমিটার পণ্যবাহী গাড়ির সারি তৈরি হয়েছে। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে ও পরে কয়েক দিন সাধারণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। ঈদের ছুটির পর অন্যান্য গাড়ির সঙ্গে পণ্যবাহী গাড়ি আসতে শুরু করায় ঘাটে চাপ পড়েছে।

আজ শুক্রবার সকালে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঈদের ছুটি কাটিয়ে অনেকেই এখনো ঢাকায় ফিরছেন। তাই ফেরিঘাট সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির জটলা রয়েছে। তবে এর পর থেকে পণ্যবাহী গাড়ির সারি মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল চলে গেছে।

গাজীপুরগামী কাভার্ডভ্যানচালক রেজাউল করিম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি যশোরের বেনাপোল থেকে রওনা দেন। রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ মোড় পৌঁছানোর পর কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাঁকে আহ্লাদিপুর এলাকায় প্রায় দেড় কিলোমিটার পেছনে পাঠিয়ে দেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে যানজটে আটকে ছিলেন।

রেজাউল করিম বলেন, ‘এখন গণপরিবহনের তেমন কোনো চাপ নেই। তারপরও পণ্যবাহী গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। প্রায় ১২ ঘণ্টা ধরে ঘাট এলাকায় আটকে আছি। ফেরির নাগাল পেতে হয়তো আরও ২-৩ ঘণ্টা লাগবে।’

সাতক্ষীরা থেকে আসা বাসচালক রানা হোসেন বলেন, ‘সারা রাস্তায় পণ্যবাহী গাড়ির লম্বা লাইন দেখলাম। ফেরিঘাট থেকে এক কিলোমিটার পেছনে টার্মিনাল এলাকায় আসা মাত্র দেখি দুই লাইন। বাম পাশের লাইন ধরে এক ঘণ্টার ওপর আটকে আছি। ফেরিতে উঠতে হয়তো আরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে।’

একটি পণ্যবাহী গাড়ির দৌলতদিয়া ঘাট প্রতিনিধি মজিবর হোসেন বলেন, ঈদের আগে ও পরে সাধারণ পণ্যবাহী পরিবহন পাঁচ দিন করে ফেরি পারাপার বন্ধ ছিল। ওই সময় জরুরি কাঁচামালের গাড়ি ছাড়া সাধারণ পণ্যের কোনো গাড়ি পার হতে পারেনি। ঈদ পরবর্তী সময়ে এখন যাত্রীবাহী পরিবহনের চাপ কমলেও সাধারণ পণ্যের গাড়ি চলাচল শুরু করায় ঘাটে চাপ পড়েছে।

এদিকে দৌলতদিয়া ফেরিঘাটে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষজন নদী পাড়ি দিতে ঘাটে ভিড় করছেন। বিভিন্ন উপায়ে আসার পর তাঁরা ফেরিতে নদী পাড়ি দিতে ভিড় করছেন।

মাগুরা থেকে আসা তানজিবুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ফেরিতে ওঠার অপেক্ষা করছেন। এ সময় তিনি জানান, ঈদের দুই দিন পর তাঁর অফিস খুলে যাওয়ায় পরিবার বাড়িতে রেখে তিনি ঢাকায় চলে যান। গতকাল অফিস করে বিকেলেই গ্রামের বাড়ি মাগুরায় আসেন। আজ সকালে আবার স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে রওনা দিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২১টি ফেরি থাকলেও পাঁচ দিন ধরে ইউটিলিটি (ছোট) ফেরি ‘বনলতা’ যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে আছে। বর্তমানে ২০টি ফেরি চলাচল করছে। এ ছাড়া ঈদের আগে ও পরে কয়েক দিন সাধারণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। ঈদের ছুটির পর পণ্যবাহী গাড়ি আসতে শুরু করায় ঘাটে চাপ পড়েছে। এ পরিস্থিতি আরও কয়েক দিন চলবে বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গোয়ালন্দে মসজিদ উন্নয়ন কাজে সৌদি প্রবাসী হোসাইনের অর্থ সহযোগিতা প্রদান

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার দুই মাস পর আদালতে মামলা দায়ের

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

বেশি লাভের আশায় রাসায়নি মিশিয়ে লাল তিলকে কালো করে বিক্রি, ইউএনও’র অভিযানে জরিমানা 

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে – ইউএনও সাথী দাস

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়