Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

দৌলতদিয়ার পাঁচটি ফেরিঘাটের মধ্যে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট চালু রয়েছে। ৩ নম্বর ঘাট এর আগে চালু থাকলেও ঘাটের কাছে পানি কমে যাওয়ায় ঘাটটি অতিমাত্রায় উঁচু হয়ে পড়েছে। ফেরিতে যানবাহন ওঠানামা ব্যাহত হওয়ায় কর্তৃপক্ষ গত সোমবার দিবাগত রাত থেকে বন্ধ করে দেয়। এ ছাড়া প্রতিটি ঘাটের কাছে সংযোগ সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। গাড়ির চাপ কমাতে কর্তৃপক্ষ যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী বেশ কিছু গাড়ি টার্মিনালে ঢোকাতে শুরু করেছে।

নড়াইল থেকে মাছের খাবার নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেওয়া ট্রাকের চালক লিটন হোসেন বলেন, গতকাল রাত দুইটার দিকে ঘাট থেকে প্রায় সাত কিলোমিটার পেছনে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে যানজটে আটকা পড়েন। ১০ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ফেরিঘাট সড়কে পৌঁছাতে পারেননি। তাঁর আশঙ্কা, ফেরিতে উঠতে আজ সন্ধ্যা হয়ে যেতে পারে।

যশোর নওয়াপাড়া থেকে পাটের সুতলি নিয়ে আসা ট্রাকের চালক তানজিব রহমান বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে বসে আছি। ফেরি ঠিকমতো চলে না। এতে করে আমাদের খাওয়াদাওয়ার কষ্ট, গোসলের কষ্ট, থাকার কষ্ট। এভাবে কত দিন চলবে?’

শরীয়তপুর থেকে আসা পণ্যবাহী গাড়ির চালক মো. ইদ্রিস আলী বলেন, গতকাল রাত ১২টার দিকে ঘাট থেকে সাত কিলোমিটার পেছনে যানজটে আটকা পড়েন। ১২ ঘণ্টার বেশি হতে চলল এখনো ফেরিঘাটের কাছে পৌঁছাতে পারেননি। তিনিও বলেন, ‘মনে হয় না বিকেলের আগে ফেরিতে উঠতে পারব।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি ফেরি চললেও আজ ভোরে যান্ত্রিক ত্রুটিতে কে-টাইপ ফেরি ‘ঢাকা’ বিকল হয়ে পড়ে। ফেরিটি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের চেষ্টা চলছে। সম্ভব না হলে ডকইয়ার্ডে পাঠানোর প্রয়োজন হতে পারে। এ কারণে কিছুটা ফেরিস্বল্পতা রয়েছে।

বিআইডব্লিউটিসি আরও জানায়, পাটুরিয়ার পাঁচটি ঘাটের মধ্যে চারটি ঘাট চালু রয়েছে। ৫ নম্বর ঘাটের আপার পকেটের সামনে নাব্যতা সমস্যা দূর করতে খননযন্ত্র বসানো হয়েছে। ৪ নম্বর ঘাটের ডাউন পকেট মেরামতের কাজ চলছে। সোমবার সন্ধ্যা থেকে ৩ নম্বর ঘাট বন্ধ রয়েছে। পাশে ঘাট করার প্রস্তুতি চলছে।

এদিকে যানবাহনের চাপ থাকায় স্থানীয় দালাল চক্রের সদস্যরা গাড়িচালকদের কাছ থেকে আগেভাগে টিকিট কেটে দেওয়ার কথা বলে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন। খুলনা থেকে আসা পল্লী বিদ্যুতের মালবোঝাই একটি ট্রাকের চালক নূরে আলম বলেন, ‘স্থানীয় দালাল নুরু শেখ ১ হাজার ৪৬০ টাকার টিকিট আগে কেটে দেওয়ার কথা বলে ১ হাজার ৭০০ টাকা নেন। এর মধ্যে কাউন্টার থেকে ১ হাজার ৫০০ টাকা রেখে দেন। বাকি ২০০ টাকা ওই দালাল নিয়ে যান। দালাল ছাড়া আমরা সহজে টিকিট কাটতে পারি না।’

ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক পাল বলেন, ‘ফেরি ও ঘাটস্বল্পতার কারণে যানবাহনের চাপ পড়েছে। সপ্তাহের প্রতি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পণ্যবাহী গাড়ির চাপ থাকে বেশি। যানবাহনের লাইন গোয়ালন্দ বাজার পর্যন্ত হওয়ায় শুধুমাত্র জরুরি গাড়ি সড়কে রেখে সাধারণ পণ্যের গাড়ি টেনে টার্মিনালে ঢুকিয়ে দিচ্ছি।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, ঘাটের সংখ্যা বাড়াতে পাটুরিয়া প্রান্তে কাজ চলছে। দৌলতদিয়া প্রান্তেও বন্ধ থাকা ৩ নম্বর ঘাটটি চালু হতে দুই-তিন দিন লাগতে পারে। ঘাট ও ফেরিস্বল্পতায় পাটুরিয়া প্রান্তে ৭০০ থেকে ৮০০ পণ্যবাহী গাড়ির চাপ রয়েছে। দৌলতদিয়া প্রান্তেও সমপরিমাণ যানবাহনের চাপ রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গোয়ালন্দে মসজিদ উন্নয়ন কাজে সৌদি প্রবাসী হোসাইনের অর্থ সহযোগিতা প্রদান

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলার দুই মাস পর আদালতে মামলা দায়ের

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজবাড়ীতে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

নির্বাচনকে নিয়ে এখনো চক্রান্ত চলছে, পাংশায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

বেশি লাভের আশায় রাসায়নি মিশিয়ে লাল তিলকে কালো করে বিক্রি, ইউএনও’র অভিযানে জরিমানা 

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে – ইউএনও সাথী দাস

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়