Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী
  3. কৃষি ও অর্থনীতি

পাংশায় মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে টাস্কফোর্স কমিটির সভায় পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহাদাত হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার জসিম মুন্সী, হাবাসপুর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার আবুল মন্ডল, মৎস্য দপ্তরের হাবাসপুর ইউপির লিপ সোহরাব হোসেন, শাহমীরপুর গ্রামের মৎস্যজীবি শাহজাহান মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ।

সভায় পাংশা থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশের ভূমিকা জিরো টলারেন্স। মা ইলিশ রক্ষা অভিযানেও পুলিশ জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। নিষেধাজ্ঞা অমান্য করে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় করলে শুধু মোবাইল কোর্ট নয়, নিয়মিত মামলার ফাঁদেও জড়াতে হবে বলে হুশিয়ারী দেন তিনি। এক্ষেত্রে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, যে কোনো মূল্যে ইলিশ রক্ষা অভিযান সফল করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে বাহাদুরপুরের সেনগ্রাম ঘাট, হাবাসপুরের হাবাসপুর ঘাট, শাহমীরপুর ঘাট, পূর্ব চর আফড়া ও চর রামনগরসহ পদ্মা নদীর বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক সভা করা এবং সংশ্লিষ্ট এলাকায় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করার দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। ইলিশ আহরণে নৌকা নিয়ে কেউ যাতে নদীতে নামতে না পারে সে লক্ষ্যে আগেথেকেই সংশ্লিষ্ট এলাকায় নৌকা বেঁধে রাখাসহ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন ইউএনও বিপুল চন্দ্র দাস। তিনি সমন্বিত প্রচেষ্টায় ইলিশ রক্ষা অভিযান সফল করার গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবিসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন