Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে দিনমজুর শাহিন হত্যা মামলায় শ্বাশুড়ি ও পুত্রবধু গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার আলোচিত দিনমজুর শাহিন ওরফে রুপল শেখ হত্যা মামলায় শ্বাশুড়ি ও তাঁর পুত্রবধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। নিহত শাহিন ওরফে রুপল সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী গৃহবধু রাহেলা পারভীন (৪৯) ও শামসুদ্দিন বিশ্বাসের ছেলে রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির মোটরপাম্প চুরি সন্দেহে সালিসের কথা বলে ১৬ মে সন্ধ্যায় স্থানীয়রা শাহিনকে শামসুদ্দিনের বাড়িতে ডেকে নেয়। শামসুদ্দিন বিশ্বাস ও জহির উদ্দিনের নির্দেশে ১৫ থেকে ২০জন খুটির সঙ্গে শাহিনকে দুই হাত-পা বেধে লোহার রড ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। দুই পায়ের হাঁটু ও গোড়ালিতে লোহার ড্রিল দিয়ে ক্ষত করে রগ কেটে দেয়। এসময় অচেতন হয়ে পড়লে সবাই পার্লিয়ে যায়। স্থানীয় লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টার দিকে শাহিন মারা যায়।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে পরদিন ১৭ মে সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিন রাতেই শাহিনের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৮জনকে আসামি করে মামলা করলে চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে শাহিন হত্যা মামলায় গতকাল বুধবার রাতে শ্বাশুড়ি ও পুত্রবধুসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় কয়েকজন জানান, চুরির পাশাপাশি এক নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ছিল শাহিনের বিরুদ্ধে।

শাহিন হত্যার বিচারের দাবিতে ১৮ মে বিকেলে এলাকাবাসীর ব্যানারে রাজাপুরে মানববন্ধন অনুস্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ লোকজন মামলার আসামি মোক্তার বিশ্বাসের বাড়িতে হামলা করে আগুন দেয়ার চেষ্টা করে। বাধা দিলে সদর থানা পুলিশের এসআই সাব্বির হোসেন ও এএসআই শেখ আবুল হাশেমকে হামলাকারীরা মারধর করেন। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওইদিন রাতে এসআই সাব্বির হোসেন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, মামলাটি গোয়েন্দা শাখার ওপর ন্যাস্ত হওয়ার পর জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার রাতে শ্বাশুড়ি এবং তাঁর পুত্রবধুকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন