Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. শিক্ষা
  7. স্বাস্থ্য
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে এনসিপি’র পদযাত্রায় ‘ভাবি, ভাবি স্লোগান’

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসুচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে এসেছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। রাজবাড়ী শহরের ১নম্বর রেলগেট শহীদ চত্ত্বরে অবিস্থত শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজন করা হয় পথসভা। পদযাত্রা শেষে পথসভায় কয়েক হাজার নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি সভার অন্যতম আকর্ষন ছিল রাজবাড়ী জেলার পুত্রবধু এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা। এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং রাজবাড়ী জেলার সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহর সহধর্মীনী তাসনীম জারা। সভার সভাপতিত্ব করেন খালেদ সাইফুল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া সভায় এনসিপির উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সঞ্চালনাকালে উপস্থিত সকলে ‘ভাবি ভাবি’ বলে স্লোগান দিতে থাকেন। ৫টা ৫০মিনিটের দিকে দলের উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম তাসনিম জারার বক্তব্যের আগে সবাইকে ভাবি বলে স্লোগান তোলার আহ্বান জানান। এ সময় উপস্থিত সকলে হই হুল্লোর ও চিৎকার করে ওঠে স্লোগান তুলেন। ‘আমাদের সেরা কোনো ভাবি আছে? অক্সফোর্ডের কোনো ভাবি আছে? মেডিকেলের কোনো ভাবি আছে? আরে সেই ভাবি, জোরে বলো, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি’। এভাবে সারজিস আলমের সঙ্গে সঙ্গে সভায় উপস্থিত হাজারো মানুষ ভাবি ভাবি বলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন।

এ সময় বক্তব্যে তাসনীম জারা বক্তব্যের শুরুতে বলেন, আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুর বাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সে সুবাদে রাজবাড়ীতে আমার আসা যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা এবং রাজবাড়ী সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত। সকলের প্রতি সম্মান জানিয়ে তিনি রাজবাড়ী জেলার স্বাস্থ্য ব্যবস্থার দুরাবস্থা নিয়ে বক্তব্য রাখেন। জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চাই বলে আগামীতে জাতীয় সংসদে এনসিপিকে দেখতে চান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ