Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য
  6. আলোচিত খবর

রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক যেন ডুবন্ত মরণ ফাঁদ! দুর্ভোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকার গৃহবধু তানিয়া আক্তার অসুস্থ্য মাকে অটোরিক্সায় করে জরুরি যাচ্ছিলেন সদর হাসপাতালে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হয়ে পাবলিক হেলথ মোড় দিয়ে হাসপাতাল সড়কে প্রবেশ করে কিছুদূর সামনে যেতেই গর্তে চাকা আটকে উল্টে যাওয়ার উপক্রম হয় তাদের গাড়িটি। স্থানীয়রা দ্রুত এগিয়ে গেলে উল্টে যাওয়া থেকে অল্পের জন্য রক্ষা পান।

হাসপাতালের সামনের একটি দোকানে ওষুধ কেনার সময় কথাগুলো বলছিলেন গৃহবধু তানিয়া আক্তার। তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় কিছু বুঝে ওঠার আগেই আরেকটি অটোরিক্সা উল্টে গুরুতর আহত হন এক তরুণ। পরে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। এমন প্রায় প্রতিদিন ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। অথচ সড়ক জুড়ে খানাখন্দ আর গর্তের কারনে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

সরেজমিন দেখা যায়, সদর হাসপাতাল সড়কের পাবলিক হেলথ থেকে শহরের রেললাইন পর্যন্ত পুরো সড়ক জুড়েই খানাখন্দ আর গর্ত। বৃষ্টির কারনে গর্তসহ সড়কটি পানিতে তলিয়ে টইটুম্বুর হয়ে আছে। দেখে সহজে বোঝার উপায় নাই সড়কের কোথায় গর্ত আর কোথায় ভালো। এমন পরিস্থিতিতে অসংখ্য ইজিবাইক, রিক্সা-ভ্যান, অটোরিক্সাসহ ভারি যান কাঁদাপানি মাড়িয়ে চলাচল করছে। মাঝেমধ্যে বাঁশের মাথায় লাল টুকরো কাপড় টানিয়ে পথচারীদের সতর্ক করা হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সহসা পানি বের হতে পারছে না।

রাজবাড়ী সদর হাসপাতাল গেটের সামনে থাকা ওষুধের দোকানি কাজী লিটন বলেন, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা। বিশেষ করে বৃষ্টির মৌসুম থেকে সড়কের পরিস্থিতি আরও নাজুক হয়েছে। ভাঙ্গাচোড়া সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। পথচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের যেমন দুর্ভোগে পড়তে হচ্ছে। তেমনি বিভিন্ন স্থান থেকে আসা রোগীদেরও বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, কয়েক বছর ধরে হাসপাতাল সড়কের বেহলা দশা। বিগত তিন-চার বছরের মধ্যে সড়কের কোথাও কাজ হয়েছে বলে মনে পড়ে না। গত এক বছর এত খারাপ হয়েছে একজন সুস্থ্য মানুষ চলতে গিয়ে গাড়ির ঝাঁকিতে অসুস্থ্য হয়ে পড়ছে। অসুস্থ্য রোগী বা প্রসূতি মায়েদের অনেক বেশি বেকায়দায় পড়তে হচ্ছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি নামলেই সম্পূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে থাকে। এখন সড়ক সংস্কার নয়, পুরো সড়ক খুড়ে তুলে নতুনভাবে নির্মাণ হওয়া অত্যন্ত জরুরি।

রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ খাঁন বলেন, সদর হাসপাতাল সড়ক, এতিম খানা সড়কসহ বেশিরভাগ সড়ক বৃষ্টিতে ভিষণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সদর হাসপাতাল সড়কটি বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় জন সাধারণ চলাচলে দুর্ভোগ হচ্ছে। ইতিমধ্যে পৌরসভা থেকে সদর হাসপাতাল সড়কের প্রায় ১ হাজার ৬৭৫ মিটার, এতিমখানা সড়ক ১ হাজার ৩২৫ মিটার এবং পান্না চত্বর থেকে তালতলা পর্যন্ত ২ হাজার ১২০ মিটার সড়কের নাজুক পরিস্থিতি হয়েছে।

তিন সড়ক মিলে প্যাকেজ আকারে বিশ্বব্যাংকের আরইউটিডিপিতে (স্থিতিতাবক নগর উন্নয়ন প্রকল্প) উপস্থাপন করা হয়েছে। ড্রেনেসহ আরসিসি সড়ক নির্মাণে প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে প্রায় ২১ কোটি ৫৯ লাখ টাকার বেশি। প্রকল্পটি এই মাসের মধ্যে অনুমোদন হয়ে দরপত্র আহ্বানের সম্ভাবনা রয়েছে। তিনটি রাস্তা বাস্তবায়ন করতে পারলে রাজবাড়ী পৌরসবাসীর দুর্ভোগ অনেকটা লাঘব হবে। জনস্বার্থে হাসপাতাল সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন