Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. স্বাস্থ্য

৬ দফা দাবি বাস্তবায়নে রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ জুলাই ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ স্বাস্থ‍্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ‍্য সহকর্মীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড তথা ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের রাজবাড়ীর সদরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮ টা হতে বেলা ১১ টা পর্যন্ত ৩ ঘন্টাব্যাপী রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা।

এ সময় বাংলাদেশ হেল্থ এসিস্টেন্ট এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ৬ দফা দাবিনামা পেশ করে বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. আবু নাসির উজ্জ্বল এর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মো. সবুজ শাহিন।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ হেল্থ এসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মজনু বিশ্বাস, পাংশা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মো. মশিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারি স্বাস্থ‍্য পরিদর্শক মো. সুলতান উদ্দিন আহম্মেদ, মো. তোবারক হোসেন, সহকারি স্বাস্থ‍্য পরিদর্শক মো. আব্দুর রহিম শেখ, মো. জিল্লুর রহমানসহ রাজবাড়ী সদর ও ৪ উপজেলার অন‍্যান‍্য নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘স্বাস্থ্য খাতের সকল আন্তর্জাতিক সাফল্যের পেছনে স্বাস্থ্য সহকারীদের অবদান রয়েছে। তবুও এখনও পর্যন্ত তাদের কোনো স্বীকৃতি নেই। বারবার প্রতিশ্রুতি এলেও বাস্তবায়ন হয়নি। এখন সময় এসেছে বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি মেনে নেয়ার।’ বক্তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান এবং বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ