Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে মাটির ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রী, আহত ৬

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ জুন ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ পরিবারসহ ফরিদপুরের অম্বিকাপুর গ্রামের বাড়ি ফিরছিলেন গৃহবধু জেসমিন আক্তার (৩৫)। ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে পৌছলে সামনে থেকে মাটি টানা ডাম ট্রাকের চাপায় প্রাণ যায় গৃহবধু জেসমিন আক্তারের। এসময় সঙ্গে থাকা তাঁর দুই সন্তানসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জেসমিন আক্তার ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের জালাল শেখ এর স্ত্রী। গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘাতক ডাম ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-১৪১৫) আটক করেছে। একই সাথে ট্রাক চালক জাহিদ হোসেনকেও (৩৫) আটক করা হয়েছে। জাহিদ হোসেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ইন্দ্র নারায়নপুর গ্রামের মাধু মন্ডলের ছেলে। বর্তমানে চালক ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে গৃহবধু জেসমিন আক্তার দুই শিশু সন্তান সহ অন্যান্য যাত্রীরা ইজিবাইকে করে গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের সামনে পৌছলে বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে আসা দৌলতদিয়া ঘাটগামী মাটির ডাম ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ বাধে। এতে ইজিবাইকের সকল যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নিয়ে যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ইজিবাইক যাত্রী জনি সরদার, দুলাল শেখসহ জেসমিন আক্তারের দুই শিশু সন্তান আবু রেহান ও সানজিদাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনায় নিহত জেসমিন আক্তারের লাশ এখনো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতাল শেষে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘাতক মাটি পরিবহনের ডাম ট্রাক এবং তার চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ