Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীতে উদীচীর বর্ষা উৎসব অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ জুন ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

আব্দুল হালিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে নানা আয়োজনে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সন্ধ্যায় শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে সংগঠনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা। এতে স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ত্রয়ী বিশ্বাস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী স্থানীয় সরকারের উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম। এতে স্মৃতি চারণমূলক বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা লেখক-পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, সদস্য কমল কে সরকার প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ছয়টি ঋতুর মধ্যে বর্ষা ঋতু হলো মধুর ঋতু। এই ঋত শুরু হলে প্রকৃতি হাঁসে। একটা সময় বৃষ্টি শুরু হলে বালকেরা ফুটবল নিয়ে মাঠে বের হতো। বর্তমান সময়ে সেই চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। এখন বালকেরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পরেছে। অনেকেই শৈশব বয়স  থেকেই নেশায় জড়িয়ে পরছে। প্রকৃতির সাথে তাদের খুব একটা মেলামেশা নেই। এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে। এজন্য সঠিক সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। বর্তমান প্রজন্মকে সঠিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মোবাইল ফোন ও মাদক থেকে দূরে রাখার চেষ্টা চালাতে হবে।

আলোচনা শেষে উদীচীর সংগীত বিষয়ক সম্পাদকের নেতৃত্বে সংগীত পরিবেশনা করা হয় এবং প্রধান অতিথিকে জেলা উদীচীর সাবেক সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাসের লেখা ও বিপন্ন মানবতা’ সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার লেখা “গীতি বিচিত্রা” ও সহসভাপতি ইকবাল হোসেনের লেখা “সমুদ্র জমিনে উপন্যাস” বই গুলো উপহার প্রদান করা হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ