Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

গোয়ালন্দে জমি-জমা নিয়ে দ্বন্দ্বে ঘর ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জুন ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার অমর আলী মোল্লা পাড়া গ্রামে ঘরের সীমানা নিয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগীর আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় থানায় ভুক্তভোগীর স্ত্রী মুসলিমা খাতুন (২৫) থানায় ৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের অমর আলী মোল্লা পাড়ার বাসিন্দা মৃত ইসমাইল খানের ছেলে মো. আতাউর খান (৫০), আতাউর রহমানের ছেলে মো. আসিফ খান (১৮) ও স্ত্রী শাহানা বেগম (৪৫)।

থানা পুলিশ ও স্থানীয়রা জানা, গত ছয় মাস আগে বিবাদীরা ভুক্তভোগী আমিরুল খান, তার স্ত্রী মুসলিমা খাতুন এবং বয়স্ক মাকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন থেকেই তারা বর্তমানে গোয়ালন্দ পৌর জামতলা মাষ্টার পাড়া এলাকার তোতার বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছেন। জমি সংক্রান্ত বিষয়ে দুই সহোদর ভাইয়ের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা চলছে।

এ বিষয়ে অভিযোগের বাদী ভুক্তভোগী মুসলিমা খাতুন বলেন, আমার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকেন। আমরা ভাড়া বাসা নিয়ে বসবাস করি। এজন্য আমাদের বাড়ীসহ জায়গা অন্যত্র বিক্রির সিদ্ধান্ত নিলে এ সুযোগে বিবাদীরা গত ১৭ জুন মঙ্গলবার আনুমানিক বিকেল সাড়ে ৪ টার দিকে আমার বসত ঘরের টিনের বেড়া, দরজার তালাসহ ওয়াল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে মালামাল ভেঙে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।

তিনি আরও বলেন, আমি লোক মারফত খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখি আমার ঘরের টিন, দেয়াল, দরজা ভাঙা। এসময় বিবাদীরা আমাকে দেখা মাত্রই তেড়ে এসে বলে এই বাড়িতে আসলে তোকে খুন করে ফেলবো। উপায়ান্তর না দেখে প্রাণ বাঁচাতে আমি থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করি।

বুধবার (১৮ জুন) সরেজমিন ১ ও ২ বিবাদী আতাউর খান ও তার ছেলে আসিফ খানকে পাওয়া যায়নি। ৩ নং বিবাদী শাহানা বেগম বলেন, আমার স্বামীর সাথে আমার দেবরের জমি নিয়ে ঝামেলা চলছে। গত বুধবার উপজেলায় জমি বিক্রিতে আমার স্বামী বাধা দিলে বাদীর লোকজন তাকে মারধর করে, সেই রাগে তিনি বাড়িতে এসে তাদের ঘর-বাড়ি ভাঙচুর করে।

এ বিষয়ে ভুক্তভোগীর বেশ কয়েকজন প্রতিবেশী জানান, তাদের দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বেশ কয়েক মাস ধরে ঝামেলা চলছে। হঠাৎ গত মঙ্গলবার বিকেলে আতাউর খান এসে তার ছোট ভাই আমিরুল খানের বাড়ি ভাঙচুর করছে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,  থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা জেনে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ