Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে ডাকাতির ঘটনায় ৩৬ ঘন্টার অভিযান শেষে গাজীপুর থেকে পাঁচ ডাকাত গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জুন ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ডাকাতির ঘটনার তিন সপ্তাহ পর রাজবাড়ী জেলা পুলিশ প্রায় ৩৬ ঘন্টা অভিযান চালিয়ে গাজীপুর থেকে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী জেলা পুলিশ কার্যালয়ে হাজির করা হয়। তাদেরকে আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ ইউনিয়নের সারদাগঞ্জ পশ্চিম পাড়ার কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙ্গারী (৪৫), রংপুরের তারাগঞ্জ উপজেলার একরচালি ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), সিরাজগঞ্জের চৌহালী থানার খাসকাওলীয়া ইউনিয়নের মধ্যখাসকাওলীয়া গ্রামের আলতফা হোসেন এর ছেলে নুর হোসেন (৪০), টাঙ্গাইলের ভূয়াপুর থানার অর্জুণা ইউনিয়নের কুঠিবয়রা গ্রামের একেন্দালী সরকারের ছেলে মামুন সরকার (৪২) ও একই থানার রামাইলের চর গ্রামের মো. ছাত্তারের ছেলে মো. সেলিম (৩০)।

এদের মধ্যে শাহ আলম ভাঙ্গারির বিরুদ্ধে ৫টি গৃহ ও রোড ডাকাতি, শফিকুল ইসলামের বিরুদ্ধে গৃহ ও রোড ডাকাতি, চুরি, বাসগৃহ চুরি, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, মাদক, ডাকাতি প্রস্তুতি এবং বিষ্ফোরক দ্রব্য আইনে ১০টি মামলা রয়েছে। এছাড়া নুর হোসেনের বিরুদ্ধেও জুয়া, চুরিসহ দুটি মামলা রয়েছে। এছাড়া প্রত্যেকের বিরুদ্ধে রাজবাড়ী, গাজীপুর, ঢাকা, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব জানান, চলতি বছর ২৩ মে দিবাগত মধ্যরাতে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী এলাকায় এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল লোহার রড, কাঠের বাটাম, ধারালো ছ্যান, চাপাতি নিয়ে বসত বাড়ির বাইরের বাউন্ডারীর তারকাটা কেটে বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করে এবং ঘরে থাকা নগদ ৬ লাখ টাকা এবং ৫-৬ ভরি স্বর্ণালংকার লুট করে। এ ঘটনায় ২৪ মে রাজবাড়ী সদর থানায় একটি মামলা (নং-৩৯) দায়ের হয়।

তিনি বলেন, মামলার তদন্ত সাপেক্ষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী এবং গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর থানা পুলিশ প্রায় ৩৬ ঘন্টা যৌথভাবে অভিযান পরিচালনা করে সোমবার উল্লেখিত আন্তঃজেলা ডাকাত দলের পাঁচজনকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে তারা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ