Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

পাংশায় দুই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অপর আসামি গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ জুন ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার অপর আসামি হাসমত আলী মন্ডলকে (২১) গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের জেহের আলী মন্ডলের ছেলে।

এর আগে রোববার দিবাগত রাতে ভুক্তভোগী দুই স্কুলছাত্রীর মা ও বাবা পৃথকভাবে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে পাংশা মডেল থানায় দুটি মামলা করেন। এতে হাসমত আলী মন্ডল (২১) ও শিহাব মন্ডল (২০) নামের দুই তরুণকে আসামি করা হয়। তাঁদের বাড়ি পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামে। মামলা দায়েরের পর রোববার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি শিহাবকে পুলিশ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। সে একই গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। তারা দুইজনই বেকার তরুণ এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

ভুক্তভোগী দুই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁদের একজনের বয়স ১৩ বছর এবং অপরজনের বয়স ১৪ বছর। দুই স্কুলছাত্রীর বাড়ি পার্শ্ববর্তী শরিষা ইউনিয়নে।

মামলার এজাহার ও পুলিশ জানায়, রোববার (১৫ জুন) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে তারা প্রাইভেট পড়তে বের হয়। বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষ করে সকাল সাড়ে দশটার দিকে দুজনে একত্রে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার নাওড়া বনগ্রাম এলাকায় পথরোধ করেন শিহাব ও হাসমত। ওই দুই তরুণ ধারালো ছুরি ও ব্লেড বের করে ভয় দেখিয়ে তাদের রাস্তা থেকে তুলে নিয়ে যান। এসময় একজন স্থানীয় বনগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত কক্ষে অপরজন বিদ্যালয়ের পিছনের একটি পানের বরজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই দুই তরুণ। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে চলে যান তারা। পরে দুই শিক্ষার্থী বাড়ি ফিরে বিষয়টি পরিবারের কাছে খুলে বলেন।

রোববার রাতে ভুক্তভোগী দুই স্কুল শিক্ষার্থীর পরিবার জানায়, হাসমত ও শিহাব এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তারা বেকার ভবঘুরের মতো ঘুরে বেরাতো আর দুই স্কুলছাত্রীকে মাঝে মধ্যে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় দুই পরিবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রোববার রাতে দুই স্কুলছাত্রীর পরিবার ধর্ষণের অভিযোগে দুইজনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে ওইদিন রাতে অভিযান চালিয়ে প্রথমে শিহাব মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার রাতে অপর অভিযুক্ত আসামি হাসমত আলীকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। শিহাব মন্ডলকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাতে গ্রেপ্তারকৃত হাসমত আলীকে আজ মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া আদালতের নির্দেশে সোমবার দুই স্কুলছাত্রীর ডাক্তারী পরিক্ষা করানো হয়েছে। অতি সত্ত্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত চার্জশীট প্রদান করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ