Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

ঈদ শেষে কর্মস্থলে ফেরা, তিন মিনিটে যাত্রী ভরে দৌলতদিয়া ঘাট ছাড়ছে লঞ্চগুলো

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুন ২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পরিবারের সাথে ঈদের ছুটি কাটিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। রাজধানীমুখি এসব মানুষ বিভিন্ন যানবাহনে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নেমে নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে ভিড় করছে। মাত্র তিন থেকে চার মিনিটে যাত্রী বোঝাই করে লঞ্চগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। শুক্রবার সকালে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এমন চিত্র দেখা গেছে।

রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে আসা মো. সাব্বির হোসেন নামের এক পোশাক শ্রমিক বলেন, বালিয়াকান্দি থেকে প্রথমে সিএনজিতে রাজবাড়ী পরে আরেক সিএনজিতে দৌলতদিয়া ঘাটে নামেন। রাস্তায় তেমন সমস্যা না হলেও ঘাটে এসে ভিড়ে পড়েন। শনিবার থেকে তাদের পোশাক কারখানা খুলবে। তাই আজ সকাল সকাল তারা বের হয়েছেন। ভিড়ের মধ্যে যাতে কেউ হারিয়ে না যাই এজন্য একহাতে লাগেজ এবং আরেক হাত দিয়ে শক্ত করে নববধুকে ধরে রেখেছেন।

কালুখালী থেকে আসা মিম আক্তার আরেক পোশাক শ্রমিক বলেন, তিনি সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। পরিবারের সাথে ঈদ করে এখন কর্মস্থলে ফিরছেন। শনিবার থেকে কারখানা খুলছে। তাই দেরি না করে আজই ভাগ্নেকে সাথে করে রওয়ানা হয়েছেন তিনি।

সরেজমিন শুক্রবার সকালে দেখা যায়, লঞ্চ ঘাট প্রবেশ পথে কাঠের সেতু দিয়ে যাত্রীরা সারিবদ্ধভাবে পন্টুনে দাঁড়াচ্ছেন। টিকিট কাটার দায়িত্বরত শ্রমিকরা পন্টুন ছেড়ে কাঠের সেতুর ওপর গিয়ে যাত্রীদের থেকে নদী পাড়ের টিকিট দিচ্ছেন। পন্টুনে সারিবদ্ধভাবে বেধে রাখা লঞ্চগুলো মুহুর্তের মধ্যে যাত্রী বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এসময় আনসার, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিআইডব্লিউটিএ সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়।

লঞ্চ ঘাটে কর্মরত দৌলতদিয়া নৌ-ফাঁড়ির মাসুদ হোসেন নামের এক পুলিশ সদস্য বলেন, বৃহস্পতিবার তেমন ভিড় ছিলনা। শুক্রবার সকাল ৯টার পর থেকে ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের ছুটি শেষে শনিবার থেকে অনেকের অফিস, পোশাক কারখানা খুলবে। যে কারণে আজ সকাল থেকে লঞ্চ ঘাটে ভিড় পড়ছে। আর মাত্র তিন থেকে চার মিনিটে প্রতিটি লঞ্চ যাত্রীতে ভরে যাচ্ছে। যাত্রীদের ভিড় সামাল দিতে আমাদেরও বেগ পোহাতে হচ্ছে।

লঞ্চ ঘাটে শ্রমিকদের সাথে কাজ করছেন ঘাট ইজারাদারের প্রতিনিধি আব্দুল আউয়াল। তিনি বলেন, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার থেকে যাত্রীরা ছুটতে শুরু করলেও মূলত আজ সকাল থেকে ভিড় পড়ছে। বেলা বাড়ার সঙ্গে যাত্রীদের ভিড় বাড়ছে। আগামীকাল শনিবার পর্যন্ত এই ভিড় থাকতে পারে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপার ভাইজার মো. শিমুল হোসেন বলেন, যাত্রীদের নির্বিঘেœ পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি লঞ্চ সচল রয়েছে। এ মুহুর্তে ১৮টি চললেও আরো দুটি লঞ্চ পাশে প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাপ অতিরিক্ত বাড়লে ওই দুটিও চালু করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ