Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

বৈরী আবহাওয়ায় বন্ধের ৪ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চালু, বন্ধ রয়েছে লঞ্চ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। দীর্ঘ চার ঘন্টা পর রাত সাড়ে সাতটার পর আবহাওয়া অনুকূলে আসায় এই নৌপথে ফেরি চালু হয়েছে। তবে এখনো লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী। এদিকে চার ঘন্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে কয়েকশ যানবাহন। নদী পাড়ি দিতে না পারায় এসব যানবাহনের যাত্রীসহ চালকেরা বাড়তি ভোগান্তিতে পড়েন।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়াসহ মানিকগঞ্জের আরিচা এবং পাবনার কাজিরহাট নৌপথে লঞ্চ বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে আসা সকল যাত্রীদের ফেরিতে নদী পাড়ি দিতে বলা হয়েছে। লঞ্চের পাশাপাশি ফেরি বন্ধ হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা রাজধানীগামী যানবাহনের যাত্রী সাধারণ চরম দুর্ভোগের শিকার হন।

কুষ্টিয়া থেকে আসা লালন পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, ঢাকাগামী যাত্রীবাহি পরিবহন দৌলতদিয়া ঘাটে আসার পর আকষ্মিকভাবে ফেরি বন্ধ পায়। এতে মহা বিপাকে পড়ে গাড়িগুলো ঘাট পরিহার করে বিকল্প রুট ব্যবহার করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ায় সকাল থেকে নদী উত্তাল থাকলেও ফেরি চালু ছিল। বেলা বাড়ার সঙ্গে আবহাওয়া বেশি খারাপ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়লে বিকেল সাড়ে ৩ টা থেকে ফেরি বন্ধ করে দেয়া হয়। বর্তমানে নৌপথে ১২টি ফেরি থাকলেও আটকে থাকা যানবাহন পারাপারের স্বার্থে রাতে আরো এক-দুটি ফেরি বাড়ানো হবে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় জানায়, বৃষ্টির সাথে বাতাস শুরু হলে নদীতে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৯টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া এবং আরিচা ও কাজিরহাট রুটে সকল লঞ্চ বন্ধ রাখা হয়েছে।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক নুরুল আনোয়ার বলেন, বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ায় নদীতে ঢেউ সৃষ্টি হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে সকাল ৯টা থেকে লঞ্চ বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চালু হবে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের ট্রাফিক সুপার ভাইজার মো. শিমুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টির সঙ্গে বাতাস থাকায় নদী উত্তাল হয়ে দুর্ঘটনার ঝুঁকি দেখা দেয়। সকাল ৯টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে লঞ্চ বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে শুক্রবার পুনরায় চালু হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন