Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

পাংশায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ মে ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাগলার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার খোকসা উপজেলার জনিপাড়া এলাকার মৃত হাবু শেখের ছেলে মো. কুরবান শেখ (৬০) ও উপজেলার কমলাপুর এলাকার ফণি ভূষণ রায়ের ছেলে অশোক কুমার রায় (৬৫)। তারা দুইজনই পেশায় স্বর্ণ ব্যবসায়ী। খোকশা শহরের তাঁদের জুয়েলারি দোকান রয়েছে। এর মধ্যে কুরবান শেখের ব্যবসায়ীক গুরু ছিলেন অশোক কুমার।

নিহতদের প্রতিবেশী বকুল হোসেন জানান, আজ বুধবার (২১ মে) সকালে কুরবান শেখের মোটরসাইকেলে তাঁরা এক সাথে দুজন খোকশা থেকে পার্শ্ববর্তী রাজবাড়ীর পাংশা পৌর শহরের এক জুয়েলারি মহাজনের হালখাতার অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বিকেলে খোকশা ফেরার পথে পাংশা উপজেলার মাছপাড়া বাসস্ট্যান্ডের অদূরে পাগলার মোড় নামক স্থানে পৌঁছলে পিছনে পাংশা থেকে আসা কুষ্টিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। মুহুর্তেই ট্রাকের পিছনের চাকার নিচে চলে গেলে পিষ্ট হয়ে যায়। মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, দূর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত সহ চালককে আটকের চেষ্টা চলছে।

দুর্ঘটনাস্থল থেকে পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া জানান, বিকেল পৌনে চারটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন। কিন্তু তার আগেই ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে পরিবারের লোকজন হাসপাতালে আসলে সুরতহাল শেষে আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যার পর নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবার থেকে আগামীকালের মধ্যে কোন অভিযোগ দায়ের না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে তাদেরকে জানানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ