Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. স্বাস্থ্য
  8. আলোচিত খবর

রাজবাড়ী সদর হাসপাতালে আবারও দুদকের আকষ্মিক অভিযান, মাংসে পরিমাপে কম এবং চিকিৎসক অনুপস্থিতির সত্যতা মিললো

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ মে ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর হাসপাতালে আবারও আকষ্মিকভাবে অভিযান চালিয়ে নানা ধরনের অনিয়ম ও অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের রন্ধনশালা ও বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের দল।

দুদক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুদকের আভিযানিক দল শুরুতে হাসপাতালের রন্ধনশালায় প্রবেশ করেন। এসময় কর্মকর্তারা আজ বৃহস্পতিবার (১৫ মে) তালিকা অনুযায়ী ৮১ জন রোগীর বিপরীতে ১৫ কেজি ২০০ গ্রাম মুরগির মাংস রান্না করার কথা। সে জন্য রাধুনি মোমেনা বেগমসহ কয়েকজন প্রস্তুতি নিচ্ছেন। এসময় ওজন দিয়ে দেখেন ৭ কেজি পরিমাপে কমে ১৫ কেজি ২০০ গ্রাম রয়েছে। এছাড়া ৩৯০ টাকা কেজি দরে মুরগির মাংস ধরা থাকলেও ব্রয়লার মুরগির মাংস খাওয়ানো হচ্ছে। এছাড়া চিকিৎসকদের অনুপস্থিতি সহ নানা অনিয়মের সত্যতা পান।

এর আগে গত বছর ৩১ ডিসেম্বর রাজবাড়ী সদর হাসপাতালে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল আকষ্মিক অভিযান চালায়। এসময়ও নিম্নমানের খাবার ও ওষুধপত্রে কম দেওয়ার অভিযোগের সত্যতা পান।

আভিযানিক দল ওয়ার্ডে রোগীদের সাথে কথা বলার সময় রাজবাড়ী শহরের ভাজনচলা থেকে আসা গৃহবধূ রত্না বেগম বলেন, তাঁর স্বামী মোমিন মোল্লা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছেন। যে কারনে বেশিরভাগ সময় তাঁদেরকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। সর্বশেষ গত এক সপ্তাহের বেশি ধরে তারা হাসপাতালে আছেন। খাবারে পাঙ্গাশ মাছ আর মাঝে মধ্যে ব্রয়লার মুরগির মাংস ছাড়া কোনদিন খাসির মাঁস পাননি। একই ধরনের কথা বলেন আরো কয়েক রোগী।

অভিযানে চার সদস্যের দলের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহাকারী পরিচালক সরদার আবুল বাশার। এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক মো. কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সরদার আবুল বাশার বলেন, ৩৯০ টাকা কেজি দরে মুরগির মাংস বরাদ্দ ধরা হলেও খাওয়ানো হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। আজকে ৮১ জন রোগীর চাহিদা অনুযায়ী ২২ কেজি ২০০ গ্রাম মুরগির মাংস থাকার কথা থাকলেও ওজনে ৭ কেজি কমে ১৫ কেজি ২০০ গ্রাম দেখতে পান। এছাড়া হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে সপ্তাহে অন্তত একদিন (শুক্রবার) খাসির মাংস খাওয়ানোর কথা থাকলেও বিশেষ দিন (ঈদের দিন, ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ) ছাড়া কখনও তাদের দেওয়া হয় না।

সরদার আবুল বাশার বলেন, হাসপাতালে ৩২ জন চিকিৎসকের মধ্যে ১৭ জনের হাজিরা খাতায় নাম পাওয়া গেছে। এর মধ্যে ৪ জন অন্যত্র বদলি হয়েছেন। আরো একজন হাসপাতালে থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। বাকি ১০ জন চিকিৎসক অনুপস্থিত দেখা গেছে। হাসপাতালের হিসাব রক্ষককে আজও উপস্থিত পাওয়া যায়নি। তিনি এর আগের অভিযানেও অনুপস্থিত ছিলেন। আজকের অনুপস্থিতির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিক ছুটিতে আছেন বলে তারা জানিয়েছেন। এসব বিষয়ে প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। ইতিমধ্যে আগের অভিযানের প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এসব বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক (সিনিয়র কনসালটেন্ট) জিয়াউল হোসেন বলেন, এর আগের অভিযোগের বিষয় জানা নেই। আমি আজই দায়িত্ব নিয়েছি। আজকের অভিযানে যেসব অনিয়ম পাওয়া গেছে সেসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন