Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

পাংশায় নির্মাণাধীন সেতুর ওপর থেকে মাথায় অ্যাঙ্গেল পড়ে ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ মে ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন সেতুর ওপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে আসলাম মণ্ডল (৪০) নামে এক স্যালো ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আসলাম মণ্ডল পাংশা উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশই-সাওরাইল গ্রামের করিম মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট থেকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ পর্যন্ত গড়াই নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড।ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি স্যালো ইঞ্জিনচালিত জেনারেটরে ত্রুটি দেখা দিলে তা ঠিক করার জন্য সকালে ইঞ্জিন মিস্ত্রী আসলাম মণ্ডলকে আনা হয়। নির্মাণাধীন সেতুর পাশে নিচে বসে আসলাম মণ্ডল ইঞ্জিন মেরামতের কাজ করার সময় সেতুর ওপরে কর্মরত শ্রমিকদের হাত থেকে হঠাৎ একটি লোহার এঙ্গেল ছুটে এসে আসলামের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরের দিকে মারা যান আসলাম।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার বিজন কৃষ্ণ বলেন, আমাদের ইঞ্জিন মেরামতের কাজগুলো সব সময় আসলাম মণ্ডল করেন। আজও তিনি নির্মাণাধীন সেতু থেকে অন্তত ৩০ ফুট দূরে বসে ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন। হঠাৎ সেতুর ওপরে কর্মরত শ্রমিকদের হাত থেকে লোহার আনুমানিক তিন ফুট লম্বা একটি এঙ্গেল ছুটে এসে আসলামের মাথায় লাগে। পরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্টেন্ট তাসফিয়া জেসমিন বলেন, আসলাম মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯ টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। যে কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মাথায় অ্যাঙ্গেল পড়ে এক ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে পরিবার থেকে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়েজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন