Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে হাতেনাতে আটক চার দালালের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

Link Copied!

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5562; AI_Scene: (-1, -1); aec_lux: 369.60822; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম, দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের টিম। কার্যালয়ের ভিতর টেবিল চেয়ারে বসে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফেকট প্রদানকালে হাতেনাতে দালাল চক্রের চার সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে নগদ ৭২ হাজার ৪০০ টাক উদ্ধার করা হয়। বুধবার দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ অভিযান চলে।

আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর থানার গোপিনাথদিয়া গ্রামের লিয়াকত আলী মৃধা (৬৪), সদর থানার চর লক্ষ্মীপুর গ্রামের আশিক খান (২৮), শহরের কাজীবাধা গ্রামের মো. আকরামুজ্জামান (৩৯) ও কাজিকান্দা গ্রামের মনছুর আহম্মেদ (৩৫)। তাদের বিরুদ্ধে বুধবার রাতে বিআরটিএর মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন দালাল চক্রের সদস্যরা বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করছে। এমন অভিযোগের ভিত্তিতে দুদক সমন্বিত কার্যালয় ফরিদপুরের দল বুধবার (৭ মে) দুপুর থেকে সাদা পোশাকে অবস্থান নেয়। বিআরটিএ কার্যালয়ের বারান্দায় টেবিল, চেয়ারে বসে দালাল সদস্যদের এমন কাজ দেখে হাতেনাতে আটক করে।

এসময় লিয়াকত আলী মৃধার কাছ থেকে ১৪ হাজার ২৪০ টাকা, আশিক খানের কাছ থেকে ৩৩ হাজার ১০০ টাকা ও আকরামুজ্জামের কাছ থেকে ২৫ হাজার ৮০ টাকা উদ্ধার করে। আটককৃতরা দালাল চক্রের সদস্য বলে তাৎক্ষনিকভাবে স্বীকার করেন। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ, উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান সহ তিন সদস্যের একটি দল।

দুদক ফরিদপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, বিআরটিএর কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় দালাল সদস্যরা নগদ টাকা নিয়ে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদান করছে। বুধবার দুপুর দুইটা থেকে ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য-উপাত্য সংগ্রহকালে দালালদের বারান্দায় চেয়ার টেবিলে বসে গ্রাহকদের থেকে নগদ টাকা নিয়ে কাজ করতে দেখা যায়। হাতেনাতে তাদেরকে আটক এবং ৭২ হাজার ৪২০ টাকা জব্দ করা হয়। পরে বিআরটিএর মোটরযান পরিদর্শককে আইনগত ব্যবস্থা নিতে বলে সন্ধ্যায় অভিযান শেষে ফিরে আসি। পরবর্তী ব্যবস্থা নিতে আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো। কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিআরটিএর মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন