Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন হন জিহাদ- আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ মে ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর নালা থেকে উদ্ধার মাথাবিহীন লাশটি নিখোঁজ জিহাদ সরদারের (২৯)। বিবাহবহির্ভূত সম্পর্কের বিরোধে সে খুন হয়। প্রধান আসামি সুমানা পারভীন সেতু (২৪) বুধবার আদালতে জিহাদ হত্যাকান্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন। তার আগে সেতুকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াডাঙ্গা গ্রামে বাবা সাইফুর রহমানের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।

সুমানা পারভীন সেতু (২৪) গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাসরন্দ গ্রামের সৌদি প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী। পুলিশ এর আগে জিহাদ হত্যাকান্ডে দায়েরকৃত মামলার তিন নম্বর আসামি জিহাদের প্রতিবেশী কাসরন্দ গ্রামের বাবলু সরদারের ছেলে সোহাগ সরদারকে (২৭) সোমবার গ্রেপ্তার করেছে। এই মামলায় এজাহারভুক্ত তিনজন আসামির মধ্যে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহত জিহাদ সরদার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাসরন্দ গ্রামের সহিদ সরদারের ছেলে। সে ঢাকার একটি জাহাজ খারখানার শ্রমিক হিসেবে কাজ করতো। সংসারে তাঁর বাবা-মা ছাড়াও ছোট বোন ও মেঘনা খাতুন নামের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। ২৪ এপ্রিল বিকেলে পরিবারের কাউকে না জানিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন। ওইদিন রাতে বাড়িতে খাওয়া শেষ করে চাচাতো ভাই সোহাগের সাথে বের হন। এরপর থেকে জিহাদ নিখোঁজ ছিল। পরদিন ২৫ এপ্রিল শুক্রবার জিহাদের বাবা সহিদ সরদার গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।

২৭ এপ্রিল দুপুরে পদ্মা নদীর চর বরাট এলাকার নালা থেকে মাথাবিহীন এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের যৌনাঙ্গ কাটা, পেটচিরা নারীভুড়ি বের হওয়া এবং কোমরে রশি দিয়ে লোহার গ্রাফির সাথে ডুবোনো ছিল। পড়নের পোশাক এবং শরীরের কিছু চিহৃ দেখে পরিবারের লোকজন নিখোঁজ জিহাদের লাশ হিসেবে শনাক্ত করেন। পুলিশ পরিচয় নিশ্চিত হতে ডিএনএর নমুনা রাজধানীর ঢাকায় পাঠিয়েছে।

২৮ এপ্রিল জিহাদের বাবা সহিদ সরদার বাদি হয়ে সুমনা পারভীন সেতু, হৃদয় ও সোহাগ সরদারকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলা তদন্ত করছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা। তবে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আসামি গ্রেপ্তারসহ সকল কাজে সার্বিক সহযোগিতা করছেন।

পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি সুমানা পারভীন সেতুর সঙ্গে জিহাদ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। জিহাদ ঢাকায় থাকায় তাঁর অনুপস্থিতিতে হৃদয় ও সোহাগও সম্পর্কে জড়ান। সেতুর সঙ্গে দেখা করতে পরিবারকে না জানিয়ে জিহাদ ২৪ এপ্রিল বিকেলে বাড়ি ফিরেন। ওইদিন রাতে সেতুর সঙ্গে দেখা করতে গেলে সেতুর সহযোগিতায় হৃদয়, সোহাগসহ কয়েকজন নদীর পাড়ে নিয়ে জিহাদকে হত্যা করে বলে স্বীকার করেন। তবে গ্রেপ্তারকৃত সোহাগ হত্যাকা-ে জড়িত থাকার কথা এখনো স্বীকার করেননি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, প্রধান আসামি সুমানা পারভীন সেতু গতকাল বুধবার আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাঁর স্বীকারোক্তিতে মাথাবিহীন লাশটি জিহাদের নিশ্চিত হওয়া গেছে। বিবাহবহির্ভূত ত্রিভুজ প্রেমের সম্পর্কের বলির শিকার হয়েছেন জাহাজ শ্রমিক জিহাদ। তারপরও আমরা ডিএনএর নমুনার রিপোর্টের অপেক্ষা করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন