Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে প্রবাসী হত্যার ঘটনায় মামলা দায়ের, ফুপাতো বোন জামাই গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চর রাখালগাছি এলাকার যমুনা নদী থেকে প্রবাসী তরুণ আল আমিন মণ্ডলের লাশ শনিবার দুপুরে উদ্ধারের পর শনিবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিনের ফুপাতো বোন জামাই মেগা সরদারকে (৪৭) গ্রেপ্তার করেছে। তাঁকে আজ রোববার দুপুরের দিকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মেগা সরদার পাবনার আমিনপুর থানার ধাড়াই গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে। তাঁকে শনিবার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। সে আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি ছিলেন।

প্রবাসী আল আমিন মন্ডল পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কার ম-লের ছেলে। সে প্রায় ৭ বছর পর গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। দেশে ফিরে নিজের বিয়ের জন্য পাত্রির সন্ধান করছিলেন। গত শুক্রবার দুপুরে আমিনপুর থানার ঢালারচর গ্রামের জনৈক খৈয়মের বাড়িতে কনে দেখতে যান। সেখান থেকে দূর সম্পর্কের ফুপাতো বোন জামাই মেগা সরদারের মোটরসাইকেলে করে আল আমিন পাশের গোয়ালন্দের রাখালগাছি এলাকায় ঘুরতে যান। আল আমিনের বাড়ি থেকে রাখালগাছির দূরত্ব প্রায় আট কিলোমিটার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে আল আমিন তাঁর মামা লিটন কাজী, বোন আকালিমার সঙ্গে ঢালারচর খৈয়মের বাড়িতে পাত্রী দেখতে যান। সেখানে দুপুরে পাত্রী দেখা শেষে খাওয়া দাওয়া করে মেগা সরদারের মোটরসাইকেলে পাশের গোয়ালন্দের রাখালগাছি বাজারে যান। কিছুক্ষণ পর সেখানে আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী, রবিউল ইসলামসহ সাত থেকে আটজন চারটি মোটরসাইকেলে সেখানে পৌছে। এসময় কিছু বুঝে ওঠার আগেই আল আমিনকে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে ছুরিকাঘাত করলে প্রাণ বাঁচাতে যমুনা নদীতে ঝাপ দেন আল আমিন। এরপর থেকে শনিবার দুপুরের আগ পর্যন্ত তাঁর কোন সন্ধান পায়নি পরিবার। দুপুরের দিকে রাখালগাছি খেয়া ঘাটের কাছে যমুনা নদীতে বরশিতে আটকে গেলে লাশটি টেনে তোলা হয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। লাশের বাঁ পাশে চোখের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ আছে। পরে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে গ্রেপ্তারকৃত মেগা সরদার পলাতক ছিলেন।

পরিবারের ভাষ্যমতে, ১৫-১৬দিন আগে শাহ আলী চা-নাশতা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় মুঠোফোনে আল আমিনকে গালাগাল করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে মেগা সরদার পলাতক ছিলেন। শনিবার রাতে আল আমিনের মামা লিটন কাজী বাদী হয়ে মেগাসহ চারজনকে চিহিৃত এবং অজ্ঞাত ৭-৮জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার মধ্যরাতেই মেগা সরদারকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন