Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ

Link Copied!

আশিক রহমান, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) বিনা ভোটের চেয়ারম্যান শেফালী আক্তারের অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে বানীবহ ইউনিয়ন পরিষদের সামনে বানীবহ ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে কয়েকশ মানুষ  অংশ নেন। এসময় আন্দোলনকারীরা ইউপি চেয়ারম্যান শেফালী আক্তারকে খুনি হাসিনার দোসর হিসেবে আখ্যায়িত করেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, বানীবহ বাজারের ব্যবসায়ী খলিলুর রহমান খলিল, ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি দাউদ ব্যাপারী, যুবদল নেতা মো. মুন্সী, ছাত্র প্রতিনিধি মো. সুমন ইসলামসহ অনেকে বক্তব্য দেন।

মানববন্ধনকালে বক্তারা বলেন, শেফালী বেগমের স্বামী আব্দুল লতিফ মিয়া ছিলেন বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্বামীর মৃত্যুর পর শেফালী বেগম সরাসরি রাজনীতিতে আসেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা ভোটে বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

বক্তারা বলেন, শেফালী বেগম রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশে বানীবহ ইউনিয়নের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অনেক জুলুম-অত্যাচার চালিয়েছেন। জন্মনিবন্ধন সনদ ও বিভিন্ন ভাতা কার্ড করতে তিনি দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেফালী বেগমের নেতৃত্বে সরাসরি নিরীহ ছাত্রদের ওপর হামলা চালানো হয়। এছাড়া এই ইউপি চেয়ারম্যান বানীবহ ইউনিয়ন পরিষদকে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়। অবিলম্বে তাঁকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানান। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ প্রসঙ্গে বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী বেগম বলেন, কিছু মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার একটারও সত্যতা নাই। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন