Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভা চত্বরে প্রতিবাদ সভা করেছে রাজবাড়ী পৌর কর্মচারী সংসদ। প্রতিবাদ সভায় পৌর কার্যালয়ে লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে পৌরসভার সাবেক মেয়র ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে উপযুক্ত বিচার দাবি করেন।

রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের আহ্বায়ক ও সহকারী কর নির্ধারক মো. নুরুন্নবী বাবুর সভাপতিত্বে সভায় লাঞ্ছিত হিসাব রক্ষক মো. মোকলেছুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী এবং পৌর কর্মচারী সংসদের আহ্বায়ক মো. নুরুন্নবী বাবু বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভা পূর্ব নির্ধারিত বৃহস্পতিবার সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও এক ঘন্টা দেরিতে বেলা এগারটায় শুরু হয়ে সাড়ে এগারোটা পর্যন্ত চলে।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী বলেন, আমার সামনে একজন সাবেক মেয়র হয়ে কর্তব্যরত কর্মচারীর গায়ে কিভাবে হাত তুললেন? যতদূর জানি উভয় উভয়ের বিরুদ্ধে পৌরসভার দূর্নীতির অভিযোগ তুলে তর্কবির্তক করছিলেন। সাবেক মেয়র খুবই উত্তেজিত পরিস্থিতিতে পৌর কার্যালয়ে এসে হিসাব রক্ষককে ডেকে পাঠান। তাঁর জামার কলার ধরে ডিসি অফিসে নিয়ে যেতে চান। তাঁর মতো একজন নেতা এবং জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। আমরা এ ঘটনার নিন্দা জানায় এবং বিচার দাবি করছি।

পৌরসভার হিসাব রক্ষক মো. মোকলেছুর রহমান বলেন, আমার মাত্র তিন মাসের মতো চাকরি আছে। আমি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ভুলতে পারছি না। তিনি আমার আত্মীয়, পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত থানায় দায়েরকৃত আমার অভিযোগ প্রত্যাহারের সুযোগ নেই।

রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের আহ্বায়ক ও সহকারী কর নির্ধারক মো. নুরুন্নবী বাবু বলেন, এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। তারা একে অপর আত্মীয় হলেও সেটা তাদের পারিবারিক বিষয়। তাই বলে কার্যালয়ে এসে লাঞ্ছিত করবেন, আর আমরা মেনে নিব তা হবে না। আমরা সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়ার এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বিচার দাবি করছি।

অভিযোগ উঠেছে, পৌরসভার সাবেক মেয়র ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া বুধবার (৯ এপ্রিল) বেলা এগারটার দিকে পৌর নির্বাহী কর্মকর্তার কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সম্মুখে হিসাব রক্ষক মো. মোকলেছুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে বিকেলেই তিনি রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে সম্পর্কে তাঁরা মামাতো-ফুপাতো ভাই হন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন