Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. প্রবাস
  6. ভিন্ন স্বাদের খবর
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাজবাড়ীর যুবকের

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পরিবারের অভাব গোচাতে জীবিকার তাগিদে প্রায় ১০ মাস আগে মালয়েশিয়ায় পারি জমান রাজবাড়ীর কালুখালীর আব্দুল মাজেদ খান (২৮)। কাজ না পেয়ে কয়েক মাস বসে থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়। নতুন ভিসার জন্য মেডিকেল করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান আব্দুল মাজেদ খান। মাজেদ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে।

নিহতের পরিবার জানায়, পরিবারের তিন ছেলের মধ্যে আব্দুল মাজেদ খান সবার বড়। প্রায় ৭ বছর আগে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই বছরের মাথায় ছাড়াছাড়ি হয়। তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। নিজের কন্যা সন্তান, ছোট ভাই, বাবা ও মাকে নিয়ে অভাবের সংসার চালাতে হিমশিম খেতে বৃদ্ধ বাবা মোয়াজ্জেম হোসেন খার। তিনি স্থানীয় মহেন্দ্রপুর খেয়া ঘাটে চায়ের দোকান করেন। সামান্য চায়ের দোকানের আয়ের ওপর নির্ভর করে চলে তাদের পরিবার। পরিবারের অভাব ঘোচাতে ৬ লাখ টাকা ঋন করে গত বছর কোরবানীর ঈদের ১০দিন আগে মালয়েশিয়ায় যান মাজেদ। মালয়েশিয়া গিয়ে কাজ না পাওয়ায় কয়েক মাস বসে ছিলেন। সম্প্রতি মালয়েশিয়ার পেনাং শহরের একটি কোম্পানিতে কাজ শুরু করেন। ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে হওয়ায় সোমবার (১০ মার্চ) সকালে নতুন করে ভিসার জন্য মেডিকেল করতে সড়ক ধরে যাচ্ছিলেন মাজেদ। পথে দ্রুতগতির গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান।

নিহত আব্দুল মাজেদের বাবা মোয়াজ্জেম হোসেন খান বলেন, স্থানীয়দের থেকে তিন লাখ টাকা সুদে নিয়ে এবং আরো তিন লাখ টাকা বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে ৬ লাখ টাকায় মাজেদকে মালয়েশিয়ায় পাঠান। ১০ মাসে মাত্র ৪০ হাজার টাকার মতো বাড়ি পাঠাতে পেরেছে। এখনো সুদের তিন লাখ টাকাসহ ঋনের ৬ লাখ টাকার ভার তার কাঁধে পড়ে আছে। প্রতি মাসে ঋনের কিস্তিু তাকেই পরিশোধ করতে হচ্ছে। একদিকে ছেলের ঋনের টাকার কিস্তি অন্যদিকে সংসার খরচ মেটাতে তিনি হিমশিম খাচ্ছেন।

তিনি বলেন, সোমবার বেলা দুইটার দিকে এলাকার প্রতিবেশি মোমিন মীর তাকে ফোন করে মাজেদের দুর্ঘটনার খবর জানান। এখনো ছেলের লাশ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মোমিন মীর জানিয়েছেন, কোম্পানির সঙ্গে আলোচনা করে ছেলের লাশ পাঠানোর চেষ্টা চলছে। এ ছাড়া ছেলের লাশ আনার মতো আমার আর্থিক ক্ষমতা নেই। সরকারের কাছে আবেদন অন্তত ছেলের লাশটি যেন দেশে আনার ব্যবস্থা করে দেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ