Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

পাংশায় বাবার অপেক্ষায় বাড়ির উঠানে দিনভর রাখা হয় ছেলের লাশ

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ

Link Copied!

শামীম হোসেন, পাংশা, রাজবাড়ীঃ জামিনের পর বাপ-চাচাদের কারাগারে আনতে গিয়েছিলেন শিক্ষানবীশ আইনজীবী জুয়েল রানা। কিন্তু জামিনের কাগজপত্র কারাগারে না পৌছানোয় মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা যান জুয়েল রানা। তার লাশ বাড়ির উঠানে ফ্রিজিং গাড়িতে সারাদিন রেখে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় বাবা-চাচারা বাড়ি ফিরে আসার পর জুয়েল রানার লাশ দাফন সম্পন্ন হয়।

জুয়েল রানা রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া নাজিমুদ্দিন মন্ডলের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে রাজবাড়ী থেকে পাংশা বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন জুয়েল। ফরিদপুর থেকে ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান জুয়েল।

স্থানীয় সূত্র জানায়, ২০১৭ সালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নাজিমুদ্দিন মন্ডলের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই এতেম আলী মন্ডলের মারামারি হয়। এ ঘটনায় এতেম আলীর পরিবার নাজিমুদ্দিন মন্ডল, সিরাজ মন্ডল, লোকমান মন্ডল, জিল্লুর রহমান মন্ডল, আজাদ মন্ডল ও জনাব মন্ডলসহ ছয় ভাইকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ২০২৪ সালে দোষী সাব্যস্ত হওয়ায় নাজিমুদ্দিন মন্ডলসহ ছয় ভাইকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেন রাজবাড়ীর অতিরিক্তি দায়রা জজ আদালত।

নিহত জুয়েলের চাচাতো ভাই কামাল মন্ডল জানান, ২৪ ফেব্রুয়ারি আমার বাবা জিল্লুর রহমান মন্ডলসহ ছয় চাচা উল্লেখিত মামলায় জামিন নিতে রাজবাড়ী গেলে আদালত জামিন নামুঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠায়। সোমবার (৩ মার্চ) ঢাকার হাইকোর্ট থেকে তাদের জামিন হয়। মঙ্গলবার আমি ও চাচাতো ভাই নিহত জুয়েল রানাসহ ৫-৬জন রাজবাড়ী কারাগারে তাদের আনতে যাই। কিন্তু হাইকোর্টের নপিথপত্র কারাগারে না আসায় তারা জামিনে বের হতে পারেননি। জুয়েল ও চাচাতো ভাই রেজাউল ইসলাম মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাত ১১টার দিকে জুয়েল মারা যায়। এরপর থেকে জুয়েলের লাশবাহী ফ্রিজিং গাড়ি বাড়ির উঠানে রাখা হয়। মৃত্যুর বিষয়টি কারাগারে কাউকে জানানো হয়নি।

কামাল মন্ডল বলেন, কারাগার থেকে বের হওয়ার পর জুয়েলের বাবা নাজিমুদ্দিন মন্ডলসহ আমাদের ছয় চাচা ইফতারের পর বাড়ি ফিরেন। তখন তারা লাশবাহী গাড়ি এবং স্বজনদের কান্না দেখে জানতে পারেন জুয়েলের মৃত্যুর খবর। এরপর তাদের উপস্থিতিতে সাড়ে ৭টার দিকে পারিবারিকভাবে জুয়েলের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত জুয়েল রানা ও রেজাউল ইসলামকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে জুয়েল মারা যান। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ