Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে ভ্যানচালক নির্যাতন নিয়ে আইনজীবী সমিতি ‘তিনি একজন ভালো ম্যাজিস্ট্রেট’

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদরে কুকুরের তাড়া খেয়ে মালিকভেবে নিজ কার্যালয়ে ডেকে ভ্যানচালককে বেধে নির্যাতনের পাঁচদিন পর সাংবাদিকদের ব্রিফ করলো জেলা আইনজীবী সমিতি। বুধবার রাতে জেলা বার এসোসিয়েশন ভবনের দ্বিতীয় তলায় অভিযুক্ত রাজবাড়ী এক নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনকে ‘ভালো ম্যাজিস্ট্রেট, ভালো বিচারক’ বলে সম্বোধন করলেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন নিয়ে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক-২। এসময় সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফিরোজ উদ্দিন, শাহারিয়ার জামান রাজীব, মো. জিয়াউর রহমান, হান্নান আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক-২ বলেন, পত্রপত্রিকায় দেখেছি রাজবাড়ীতে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন আদালতে ডেকে জনৈক আফজাল খাকে নিঘৃত করা হয়েছে। পরবর্তীতে আফজাল হোসেন নিজে জেলা ও দায়রা জজের কাছে (সিজিএম) পিটিশন দিয়েছেন তার সাথে এমন ঘটেনি। ভুল বোঝাবুঝির কারনে অভিযোগ করেছিলাম।

ম্যাজিস্ট্রেট সুমন সম্পর্কে বলেন, সুনামের সাথে দীর্ঘদিন তিনি সততার সাথে ম্যাজিস্ট্রেসি পরিচালনা করছেন। আমাদের কাছে মনে হয়েছে, ছোট একটি ঘটনা তৃতীয় কোন পক্ষ সুযোগ নিয়ে অনেক বড় করে দেখানো হয়েছে। যার ফলে বিভিন্ন মিডিয়ায় আসছে। পরবর্তীতে আফজাল স্বেচ্ছায় অভিযোগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন দীর্ঘদিন ধরে বিচারকার্য পরিচালনা করে আসছেন। তিনি একজন ভালো বিচারক। ম্যাজিস্ট্রেট হিসেবে ভালো বিচার দিচ্ছে এখানে। আমরা চিন্তাই করতে পারিনি এ ধরনের একটি ঘটনা ঘটতে পারে। পত্রপত্রিকা থেকে দেখতে পেলাম। হাইকোর্টের একজন আইনজীবী পত্রিকা দেখে বলেছেন। ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে করেছিলাম বলে অভিযোগকারী নিজে অভিযোগ প্রত্যাহার করেছেন। তদন্তটিমের তদন্তকারী বিচারকের কাছে সরাসরি এসেই অভিযোগকারী দরখাস্ত দিয়েছেন।

তিনি বলেন, পত্রপত্রিকায় যেটা হয়েছে এ ব্যাপারে আমাদের কোন মন্তব্য নেই। তবে আমাদের জায়গা থেকে রাজবাড়ীর বিচার অঙ্গন থেকে আমরা একটা কথাই বলতে পারি ‘সুমন হোসেন একজন খুব ভালো ম্যাজিস্ট্রেট, ভালো বিচারক’।
ঘটনার দিন আফজাল খাকে যখন আদালতে ডেকে নেয়া হয় তখন তিনি সুস্থ্য এবং স্বাভাবিক ছিলেন। পরবর্তীতে অসুস্থ্য অবস্থায় বের হলেন। এ সম্পর্কে বলেন, ওইদিন ছুটির দিন ছিল, এ ব্যাপারে আমরা জানিনা। ছুটির দিনের বিষয় বলতে পারবোনা।

জানা যায়, ৩০ জানুয়ারি স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের শ্বশুরবাড়ি এলাকায় বেড়ানোর সময় স্থানীয় একটি কুকুর তাড়া করে। কুকুরের মালিক ভেবে ভ্যানচালক আফজাল খাকে ১ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে ডেকে ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন নির্যাতন করেন বলে অভিযোগ উঠে।

ওইদিন রাতেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আফজাল খা। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ব্যাপক সমালোচনা তৈরী হয়। পরদিন ২ ফেব্রুয়ারি রাতে সমঝোতা শেষে ওইদিন রাতেই অভিযোগপত্র প্রত্যাহার করেন ভ্যানচালক। এদিকে প্রধান বিচারপতির নির্দেশে রাজবাড়ী জেলা ও দায়রা জজ ঘটনা তদন্ত করছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন