Rajbarimail.com
ঢাকা, বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. লাইফস্টাইল
  6. ধর্ম ও জীবন

প্রথম আলোর উদ্যোগে রাজবাড়ীতে অসহায় ২০০ শীতার্ত মানুষকে দেওয়া হলো কম্বল

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, রাজবাড়ীঃ রাতে পড়েছিল প্রচণ্ড শীত আর কুয়াশা। সকালে অনেক বেলা পর্যন্ত ছিল কুয়াশা। কুয়াশাভেজা সকালের ঠান্ডায় সবাই বেশি কাবু হয়েছে। এমন পরিবেশে প্রথম আলো ট্রাষ্টের উদ্যোগে বন্ধুসভার সহযোগিতায় বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার বরাট অন্তারমোড় ও গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর দুটি এতিম খানা ও মাদরাসার শিক্ষার্থীসহ ২০০জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার অন্তারমোড় বেড়িবাধে কম্বল নিতে আসেন গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের চরবরাট এলাকার তারাবানু বেগম(৭০)। প্রায় ২৫ বছর আগে স্বামী জামাল মন্ডল মারা গেছেন। সংসারে দুই ছেলে থাকলেও ঠিকমতো খেয়াল রাখেননা। অন্যের সহযোগিতায় কোনভাবে দিন পার করছেন তিনি। হাতে কম্বলটি পাওয়ার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।

 

 

তারাবানু বেগম বলেন, ‘বাবারে দেবগ্রামের বনভাবৈল বড় বাড়ি, জমি ছিল। নদী ভাঙনে সব শেষ কইরা নিইয়া যায়। সেহান থেইক্কা চইলা আসি পানৈর। এহানেও ভাঙলে আবার যাই দেবগ্রাম গ্রামে। শেষমেশ সেহানেও থাকতে পারেনি। পরে বরাট বাজার রাস্তার ধারে আসি। এত টাল পড়ছে কেউ কোন খোজ নেয়নি, এটা কম্বলও দেয়নি। তোমরাই আমারে পরথম কম্বল দিলা। আল্লাহর রহমত বলে কম্বলডা পাইছি।

সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট বাজার এলাকা থেকে এসেছিলেন বৃদ্ধ হাসমত আলী (৮৫)। তিনি বলেন, বাজানরে আজ কয়েকদিন ধইরা অনেক টাল পড়ছে। রাইতের বেলা অনেক কষ্ট হয়। এ বছর কেউ আমাদের একটি কম্বল দেয়নি। আপনারা প্রথম কম্বল দিলেন। এই কম্বল পাইয়া আমার অনেক উপকার হইলো।

গোয়ালন্দের দেবগ্রাম থেকে কম্বল নিতে এসেছেন বৃদ্ধা জহুরা খাতুন (৬০)। হাতে কম্বলটি পাওয়ার পর অনেকটা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘বাপগো অনেক আগে সুয়ামি (স্বামী) মারা গেছে। একডা মাত্র পোলা মানষের বাড়ি কাম করে। কোনভাবে দিনডা চইলা যায়। গতকাল রাইতেও ম্যালা টাল পড়েছে। টালে ভালো করে ঘুমও হয়নি। তোমরা যে কম্বলডা দিলা তা নিইয়া রাইতের বেলায় অন্তত ঘুম পারতে পারমু’।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোয়ালন্দ-রাজবাড়ী-হাবাসপুর বেড়িবাঁধ সংলগ্ন অন্তারমোড় এলাকায় রাজবাড়ী সদর উপজেলার বরাট ও পাচুরিয়া এবং গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও দেবগ্রাম ইউপির ১২০ জন শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা চারদিন ঘুরে এসব অঞ্চলের নদীভাঙনের শিকার এবং এলাকার প্রকৃত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের টোকেন দিয়ে আসেন।

এদিকে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর হাজী গফুর মন্ডল পাড়ার হামিদিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিম খানা এবং একই এলাকার রাজ্জাকিয়া হাফিজিয়া নূরানী মাদরাসার শিক্ষার্থীসহ দৌলতদিয়া এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে আরো ৮০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক রায়হান, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী, সহ-সভাপতি মইনুল হক মৃধা, সাধারণ সম্পাদক জারিন সুবহা অনন্যা, বন্ধুসভার সদস্য সাজ্জাদ হোসেন, মুন্সী রেজাউল করিম, রাজবাড়ী বন্ধুসভার বন্ধু আব্দুর রহমান, শাহিন রেজা, রানা ইসলাম, হামিদিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিম খানার মোহতামিম মো. জহিরুল ইসলাম, সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর সহকারী শিক্ষক মো. মাসুদ মন্ডল, আতিয়ার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর মোবাইলে ম্যাসেজ যাবে ‘পুলিশ ক্লিয়ারেন্স রেডি ফর ডেলিভারি’ -নবাগত পুলিশ সুপার

রাজবাড়ীতে পদ্মা নদীর এক কাতলা বিক্রি হলো লক্ষাধিক টাকা 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপির দোয়া মাহফিল

রাজবাড়ীর গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রীর ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন ওসির যোগদান

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চা‌ দোকা‌নি, স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা

রাজবাড়ীর পাংশায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে অগ্নিসংযোগ

রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গোয়ালন্দে গণসংযোগ 

রাজবাড়ীর গোয়ালন্দে হুসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের উদ্বোধন