Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ৯:০১ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সদ্য যোগদানকারী নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার সোমবার রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা সোমবার বেলা সাড়ে ১১টা শুরু হয়ে দুপুরে শেষ হয়।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) ও সহকারী কমিশনার নাহিদ আহমেদ এর সঞ্চালনায় রাজবাড়ী জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মিজ সুলাতানা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান, সহ জেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকবৃন্দ। এসময় সাংবাদিকরা রাজবাড়ী জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং অনিয়ম প্রতিরোধে করনীয় নিয়ে নবাগত জেলা প্রশাসকের ভূমিকা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, গত সোমবার (১৩ জানুয়ারী) দায়িত্ব নেওয়ার পরই প্রাথমিকভাবে জেলা প্রশাসনের অসম্পন্ন কাজ ঘুরে দেখেছি। বিশেষ করে শহরের গুদারবাজার এলাকার জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত কাজ দেখতে গিয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সমস্যা দূরি করণ, হাসপাতালের অনিয়ম প্রতিরোধ করাসহ সকল ধরনের কাজ সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বিগত দিনে বাণিজ্য মন্ত্রণালয়সহ যেসব স্থানে দায়িত্ব পালন করেছেন সেখানে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন বলে অবগত করেন।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল স্বল্পতার কথা তুলে ধরে ডিসি বলেন, চারজন অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) পরিবর্তে মাত্র একজন এডিসি কর্মরত রয়েছেন। তারপরও একজন এডিসি দিয়েই তিনি জরুরি সকল ধরনের কাজ সম্পন্নের চেষ্টা করছেন। সরকার নির্ধারিত সকল কর্মকা- স্বচ্ছতা, জবাবদিহিতা সহ সততার সাথে সম্পন্ন করার চেষ্টা করছেন। এজন্য তিনি প্রতিদিন সকাল থেকে গভীররাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আর কোন কার্যালয়ে অনিয়ম বা দূর্নীতির কোন অভিযোগ থাকলে তথ্য, প্রমানাদিসহ উপস্থাপন করলে সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ