Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. ধর্ম ও জীবন

মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল ও ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল, মেডিকেল ও ডেন্টাল পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সোমবার রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করেন। দুপুরে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের রেলগেট শহীদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে কয়েকশ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটিতে রাজবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নেতৃত্ব দেন। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে শহরের রেলগেট শহীদ চত্ত্বরের সামনে এসে শেষ করে। এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্বদানকারী অন্যতম শিক্ষার্থী মীর মাহমুদ সুজন, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মো. হাসিবুল ইসলাম, মেহেনাজ মোস্তারি আফরিন, নাফিজা মমতাজ প্রভা, মেহেতা নওরিন, উম্মে সাদিয়া, তুষার পাটোয়ারি, সোহেল তানভীর, রাজিব মোল্লা, শিক্ষার্থী সজিবুল ইসলাম সজিব, মাহাদি রাকিবুল ইসলাম প্রমূখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ফলাফল হয়েছে সেখানে কোটা পদ্ধতি অনুসরণ করেই ফলাফল দেওয়া হয়েছে। যে কোটার কারনে এতো আন্দোলন সংগ্রাম হলো সেই কোটা পদ্ধতি মেনেই ফলাফল দেওয়া হৃেয়ছে। কোটার কারণে অনেক অযোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন। অথচ এই কোটার জন্য হাজার হাজার মানুষের রক্ত ঝড়েছে। অনেক মানুষ শহীদ হয়েছেন। রক্তের সাথে বেঈমানি করে বর্তমান সরকার কোটাপ্রথা মেনে ফলাফল দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই কোটাপ্রথা সম্পূর্ণরুপে বিলুপ্তির দাবি জানান বক্তারা। কোটাপ্রথা বিলুপ্ত না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে তারা হুশিয়ারি উচ্চারণও করেন।

ভর্তি পরিক্ষায় ভালো নম্বর পাওয়ার পরও উত্তীর্ণ হতে না পারায় আন্দোলনে থাকা শিক্ষার্থী মেহেনাজ মোস্তারি আফরিন ক্ষোভের সঙ্গে বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় রোববার যে ফলাফল বেরিয়েছে এতে আমরা অবাক হয়েছি। দেখা গেছে কোটার কারনে নিজের সন্তান চাঞ্চ পাক সেটা ভিন্ন কথা, কিন্তু নাতি-নাতনীরা পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। একজন ৭৫-৭৩ নম্বর পেয়েও ভর্তি হতে না পেরে ওয়েটিং লিস্টে রয়েছে। কোটায় একজন শিক্ষার্থী ৪২-৪৩ নম্বর পেয়েও চাঞ্চ পায় ক্যামনে। অথচ এই কোটার বিরোধীতা করেই কিন্তু আমরা আন্দোলন করেছিলাম। এরপরও যদি কোটায় থেকে যায় তাহলে আমরা আন্দোলন সংগ্রাম করলাম কেন। আমরা এই ফলাফল মানি না। অবলিম্বে এই ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। না হলে আরো দুর্বার আন্দোলন হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ