Rajbarimail.com
ঢাকা, শনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. কৃষি ও অর্থনীতি

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ণ

Link Copied!

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5093; AI_Scene: (-1, -1); aec_lux: 193.50159; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পান্না চত্ত্বর হয়ে প্রেসক্লাব চত্ত্বর ঘুরে পুনরায় পৌর কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ কৃষকদল রাজবাড়ী জেলা শাখা আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আয়ুবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী ।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বক্তব্যে শহীদুল ইসলাম বাবুল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, মানুষের কাতারে আসেন, মানুষের কাজ করেন। বাংলাদেশে ৫ তারিখ এসেছে মানুষের ভাগ্য বদলের জন্য, ফ্যাসিষ্টদের পুনর্বাসনের জন্য নয়। এই কথাটা দয়া করে আপনারা মনে রাখবেন। আমরা ৫ তারিখে শেখ হাসিনাকে উৎখাত করেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। এখনো সেই ফ্যাসিষ্টদের আধিপত্যবাদী ভারতীয়দের উষ্কানীতে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে হিন্দু মসুলমান আমরা এক সাথে মিলে মিশে আছি, এইটা তাদের ভালো লাগেনা। এখানো তারা একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এটা করে তারা তাদের বৃত্তের মতো হাসিনা বা হাসিনা সরকারের মতো আরেকটা শাষক নিযুক্ত করতে চায়। এটা কোনদিন তাদের সেই স্বপ্ন পূরণ হবেনা। এটা কেউ মানবেও না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এছাড়া বাংলাদেশে ৮০ শতাংশ মানুষ কৃষক। তাই কৃষকদের সরকারিভাবে যেসব বরাদ্দ রয়েছে তার ন্যায্য বরাদ্দ করতে হবে বলেও বক্তব্যে তিনি বলেন।

তিনি আরো বলেন, বিগত ১৫টি বছর কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায়না। কৃষি উৎপাদনের যেসব সামগ্রী তা চড়ামূল্যে বছর বছর দাম বৃদ্ধি করা হয়। সেই জন্য আমরা যদি আমাদের সরকার যদি আগামী দিনে সুযোগ পায় আমরা কৃষকদের জন্য ইউনিয়নে ইউনিয়নে শস্যক্রয় কেন্দ্র করবো। আমরা কমিটমেন্ট করেছি কৃষকদের জন্য আমরা সহজশর্তে কৃষি ঋনের ব্যবস্থা করবো।

এর আগে গৌরব আর ঐতিহ্যের ৪৪ বছর। বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুর বারোটার দিকে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ